মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
Published: 24th, October 2025 GMT
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের লোহারপুল বাজার-সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ৫ থেকে ৭ দিন আগের। দীর্ঘ সময় পানিতে থাকায় মৃতদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়দের পক্ষে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা/রতন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী
নির্বাচন সামনে রেখে একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে— মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘‘তারা এখন বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন। বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছেন।’’
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলাদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘‘এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষ জয়ী করে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।’’
তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’’
লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
এ সময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/লিটন/বকুল