সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’ ব্যানারে ১৯ অক্টোবর থেকে এ কর্মসূচি পালন করছেন প্রায় ৬০ জন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে স্বতন্ত্র ২% কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটার দাবি জানিয়েছেন তাঁরা। অন্য দাবিগুলো হলো—নির্বাহী আদেশের মাধ্যমে বিশেষ নিয়োগ প্রদান, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন, পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।

আরও পড়ুনকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বড় নিয়োগ, পদসংখ্যা ৯৯১ ঘণ্টা আগে

আন্দোলনকারীদের একজন আলিফ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘২০১৮ সালে কোটা বাতিলের পর থেকেই আমরা আন্দোলন করছি। বিগত সরকারের সময়েও আমরা বৈষম্যের স্বীকার হয়েছি, এখনো হচ্ছি। পাঁচ দিন ধরে রোদে পুড়ছি এখানে, কেউ খোঁজও নেয়নি।’

অপর একজন আন্দোলনকারী মাহফুজুর রহমান বলেন, ‘সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেও তিনি কোনো সমাধানের আশ্বাস দেননি। আমরা একাধিকবার সচিবালয়ে স্মারকলিপি দিয়েছি। এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু প্রতিবন্ধীদের জন্য কোনো কমিশন হলো না।’

সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

টেস্ট অধিনায়কের শর্ট লিস্টে চারজন!

আগামী মাসেই আয়ারল‌্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর অধিনায়কত্ব থেকে সরে যান নাজমুল হোসেন শান্ত। মূলত দুইটি কারণে অধিনায়কত্ব থেকে সরে যান তিনি। প্রথমত, বিসিবির তিন ফরম‌্যাটে তিন অধিনায়ক তত্ত্বের বিরোধী ছিলেন তিনি। দুই, তার ওয়ানডে অধিনায়কত্ব যে প্রক্রিয়ায় বিসিবি কেড়ে নিয়েছিল তা পছন্দ হয়নি তার।

বিসিবির ঘাড়ে এখন টেস্ট অধিনায়কত্ব নির্বাচনের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব। কে অধিনায়ক হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, বিসিবি অধিনায়কত্বের জন‌্য চারজনের শর্ট লিস্ট করেছে। যেখানে শান্তর নামও আছে। এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুমিনুল হকের নামও আছে। তবে মুমিনুল আগেভাগেই না করে দিয়েছেন বলে খবর। ফলে শর্ট লিস্ট তিনজনে নেমে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন অধিনায়ক নির্বাচন করা হয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরো পড়ুন:

লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম‌্য-সাইফ উদ্দিন নেই

সৌম‌্য-সাইফের তাণ্ডব থামল, রেকর্ডের পাতায় তাদের অর্জন

কিভাবে অধিনায়ক বাছাই করা হচ্ছে সেই প্রক্রিয়ার কথা বলেছেন আমিনুল, ‘‘টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে, আমরা কয়েকজনের সাথে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলবেন। কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল….যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হবে।’’

তিন ফরম‌্যাটে তিনজন অধিনায়ক হতেই হবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এমন আভাস দিয়ে রাখলেন আমিনুল, ‘‘এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তিনটে ক্যাপ্টেনই হতে হবে। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফরম্যাটে তিনটে ক্যাপ্টেন হলে সুবিধা কী, অসুবিধা কী। অসুবিধা থেকে সুবিধাই বেশি। আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট এভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে। সেটা হতে পারে একজন তিনটা করতে পারে, একজন দুইটা করতে পারে, একজন তিনটা করতে পারে। এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনা…।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রাজনৈতিক ইতিহাসের লেখাকে উঁচু স্তরে নিয়ে গিয়েছিলেন বদরুদ্দীন উমর
  • ভেতরে সমন্বয় সভা, বাইরে এনসিপির দুই পক্ষের হাতাহাতি
  • মালাইকার বয়স নিয়ে গোলক ধাঁধায় নেটিজেনরা
  • সন্দ্বীপের শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল, নানা সমালোচনা
  • সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: ফারিয়া
  • ইসরায়েল ইস্যুতে সিনেটে জেরার মুখে পড়লেন কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত গালিব
  • পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ২
  • কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ 
  • টেস্ট অধিনায়কের শর্ট লিস্টে চারজন!