টেকসই ও পরিবেশবান্ধব টেক্সটাইল প্রযুক্তি তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো-২০২৫’ শীর্ষক প্রদর্শনী, যা আজ শনিবার সন্ধ্যায় শেষ হবে। ঢাকার কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত বৃহস্পতিবার প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সেভর ইন্টারন্যাশনাল ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) আয়োজিত এ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বিসিসিসিআইয়ের সভাপতি মো.

খোরশেদ আলম, সিইএবির সভাপতি হান কুন, সাংহাই ক্লাইমেট উইকের কার্যনির্বাহী মহাসচিব গুয়ান জিয়ে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলি: জড়িতদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য সীমান্তে তৎপরতা জোরদার করেছে বিজিবি। ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চেকপোস্ট স্থাপনসহ বিশেষ টহল, তল্লাশি অভিযান ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ