নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Published: 25th, October 2025 GMT
নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি
মেহেরপুরে ২ কোটি টাকার সারের মালিক নিয়ে ধুম্রজাল
এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।
স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলারে বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন।
এদিকে, শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে টহল দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত সারের কোনো মালিক খুঁজে পায়নি পুলিশ। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেওনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ
নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি
মেহেরপুরে ২ কোটি টাকার সারের মালিক নিয়ে ধুম্রজাল
এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।
স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০শত বস্তার ওপরে সার ট্রলারে বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন।
এদিকে, শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে টহল দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত সারের কোনো মালিক খুঁজে পায়নি পুলিশ। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেওনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মেহেদী