নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক সংগঠন সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার এলাহিনগর ঈদগাহ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে এলাকার প্রায় ১৬৭ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিনিয়র সচিব  ও মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি,জনাব সিদ্দিক জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা.

জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কামাল হোসেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক পরিচালক জয়নাল আবেদীন, সাবেক বিচারপতি তানজিনা ইসমাইল, ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান শামছুল আলম, কামরুজ্জামান, নজরুল ইসলাম ।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, করোনাকালীন সময়ের পর থেকেই ‘সমমনা প্ল্যাটফর্ম’ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ নানা উদ্যোগের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের মনোবল বাড়ানো—এটিই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় অতিথিরা সংগঠনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।  

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটায় এবং ‘সমমনা প্ল্যাটফর্ম’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ প ল য টফর ম অন ষ ঠ ন উদ য গ

এছাড়াও পড়ুন:

সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক সংগঠন সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার এলাহিনগর ঈদগাহ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে এলাকার প্রায় ১৬৭ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিনিয়র সচিব  ও মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি,জনাব সিদ্দিক জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কামাল হোসেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক পরিচালক জয়নাল আবেদীন, সাবেক বিচারপতি তানজিনা ইসমাইল, ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান শামছুল আলম, কামরুজ্জামান, নজরুল ইসলাম ।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, করোনাকালীন সময়ের পর থেকেই ‘সমমনা প্ল্যাটফর্ম’ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ নানা উদ্যোগের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের মনোবল বাড়ানো—এটিই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় অতিথিরা সংগঠনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।  

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটায় এবং ‘সমমনা প্ল্যাটফর্ম’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


 

সম্পর্কিত নিবন্ধ