চাঁদপুরে উচ্চস্বরে কথা বলা এবং সন্দেহের বশবর্তী হয়ে প্রতিশোধ নিতে ঘুমন্ত স্বামীকে এসিডে ঝলসে দিয়েছেন স্ত্রী। 

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী মোহাম্মদ জলিল দুই বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমের হাতে তিনি নির্মমতার শিকার হন।   ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে। নার্গিস বেগমের বাড়ি ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসা গ্রামে। 

খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন ধরেই জলিলের সঙ্গে নার্গিস বেগমের টানাপোড়েন চলছিল। তার অভিযোগ, জলিল গোপনে প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় নার্গিসের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন জলিল। তারই জের ধরে শনিবার রাতে জলিল ঘুমিয়ে থাকাকালীন নার্গিস তার শরীর ও মুখে এসিড ঢেলে দেয়।

জলিলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে তিনি চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, তার মুখ ও শরীরের বড় অংশ ঝলসে গেছে। 

এদিকে, আহত জলিলের পরিবার এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ঘটনার পর থেকেই নার্গিস বেগম গা ঢাকা দিয়েছেন। 

বাহার মিয়া বলেন, ‘‘ঘটনা ঘটিয়ে এর পরপরই পালিয়ে গেছে নার্গিস বেগম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।’’

ঢাকা/জয় 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র গ স ব গম

এছাড়াও পড়ুন:

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প কী লক্ষ্য অর্জন করতে চান

দুই মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ আয়োজন। কিন্তু ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের মাধ্যমে কারাকাসকে বার্তা দিতে চায়।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ছোট ছোট নৌযানে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে। এই হামলাগুলোকে ঘিরে লাতিন আমেরিকা অঞ্চলজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এর বৈধতা নিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আসলে ইঙ্গিত দিচ্ছে—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ভয় দেখাতে অভিযান চালানো হচ্ছে।

লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের লাতিন আমেরিকা-বিষয়ক সিনিয়র ফেলো ক্রিস্টোফার সাবাতিনি বলেন, এটি মূলত সরকার পরিবর্তনের প্রচেষ্টা। তারা হয়তো সরাসরি আগ্রাসনে যাবে না, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চায়।

সাবাতিনির মতে, এই সামরিক আয়োজন আসলে শক্তি প্রদর্শন। এর উদ্দেশ্য ভেনেজুয়েলার সেনাবাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠ মহলে ভয় সৃষ্টি করা, যাতে তারা তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ