থানচিতে বাজারে লাগা আগুনে পুড়ল ১৩ দোকান
Published: 26th, October 2025 GMT
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে লাগা আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত রাত ২টার দিকে আগুন লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে অমল নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। সেখান থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত। মুহূর্তেেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
পটুয়াখালীতে বরফ কলের গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০
বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
আগুনে পুড়ে যাওয়া দুইটি দোকানের মালিক সাবেক নারী ইউপি সদস্য মাসিং উ মারমা। তিনি বলেন, “আমার একটি মুদি ও অপরটি ইলেকট্রনিক্স শপ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিলে তিলে গড়া স্বপ্নের সব শেষ হয়ে গেল।”
স্থানীয় বাসিন্দা মামুনুর রশীদ বলেন, “রাত ২টার দিকে চায়ের দোকান থেকে আগুন লাগে। ১৩টি দোকান পুড়ে গেছে।”
থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পি আ মোহাম্মেদ বলেন, “চায়ের দোকানের চুলার ওপর শুকাতে রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত। অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।”
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আলোচিত সেই ভিক্ষুকের মৃত্যু
সিরাজগঞ্জে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি মারা যান। শনিবার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, “সালেহা বেগম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা যান তিনি। গতকাল শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার জমানো টাকা মেয়েকে দেওয়া হবে।”
আরো পড়ুন:
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
আরো পড়ুন: ভিক্ষুকের কাছে দুই বস্তা টাকা!
এলাকাবাসী জানান, সালেহা বেগম সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন। কখনো নিজের প্রয়োজন মেটাতে কিংবা চিকিৎসার জন্যও টাকা খরচ করতেন না। দীর্ঘদিন অসুস্থ থাকা এই নারীর কাছে গত ৯ অক্টোবর জমানো তিন বস্তা টাকা পাওয়া যায়। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জমানো টাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ ভর্তি করা হয়। দুইদিন পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সিরাজগঞ্জ শহরের মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের বসতঘর থেকে দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করেন এলাকবাসী। সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। সেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
ঢাকা/অদিত্য/মাসুদ