কুষ্টিয়ার একটি মসজিদে আসরের নামাজ শেষে বক্তব্য দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তাকে সেখানে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন:

তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: সেলিম

সরকারে বিতর্কিতরা থাকলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: আমীর খসরু

শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি। 

ওই ভিডিও ক্লিপে দেখা যায়, আমির হামজা বক্তব্য দিচ্ছেন। হঠাৎ শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে কিছু বলার অনুমতি চান। পরে আমির হামজার উদ্দেশে হান্নান বলেন, “হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না।”

এ সময় মুসল্লিরা উত্তেজিত হন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বরিয়া জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাজাহান আলী হান্নান সাংবাদিকদের বলেছেন, “আমি মসজিদ কমিটির সভাপতি। মুফতি আমির হামজা এ মসজিদে আসবেন, সেটাও আমাকে কেউ জানায়নি। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দেওয়া শুরু করেন। সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম। এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন। আমাকে ধাক্কা দেন।”

তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন ছাড়া মসজিদের ভেতর যারা ছিলেন, তারা সবাই অপরিচিত। জামায়াতে ইসলামীর লোকজন। যদিও এই ঘটনার পর আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।” 

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.

আনিসুর রহমান বলেছেন, “হান্নান ভাই ওই মসজিদ কমিটির সভাপতি। তার সঙ্গে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না।” 

মুফতি আমির হামজা গণমাধ্যমকে বলেছেন, “আমরা গণসংযোগে ছিলাম। ওই মসজিদে নামাজ পড়ার পর ইমাম সাহেব সালাম দিতে বললেন। এক থেকে দেড় মিনিটের মাথায় উনি (শাজাহান আলী হান্নান) সামনের থেকে উঠে বললেন, রাজনৈতিক কোনো কথা বইলেন না।”

আমির হামজা আরো বলেন, “আমি তো শুরুই করিনি। তারপর সাত-আটজন তাকে (হান্নান) নিষেধ করতে গেলে হট্টগোল বেঁধে যায়। পরে বিষয়টি আমি ঠিক করে দিয়ে চলে এসেছি।”

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, “ঘটনাটি জেনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করতে বলা দোষের কিছু নয়। দু’-একটা মসজিদের ঘটনা নিয়ে এখনই দল থেকে কোনো বিবৃতি নিয়ে ভাবছি না। তবে, অবজারভেশন করছি।” 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা/কাঞ্চন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ শ জ হ ন আল ব এনপ র স ন ষ ধ কর মসজ দ র বল ছ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

সেরা তিন শিল্পী নির্বাচনের মাধ্যমে শেষ হলো ‘বন্ধুর গান প্রতিযোগিতা’

প্রথম আলো বন্ধুসভা প্রথমবারের মতো আয়োজন করেছে ইউসিবি নিবেদিত ‘বন্ধুর গান প্রতিযোগিতা ২০২৫’। সারা দেশের প্রতিযোগীদের মধ্য থেকে তিন ধাপে নানা যাচাই–বাছাইয়ের পর গত শনিবার প্রথম আলোর ডিজিটাল স্টুডিওতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে চ্যাম্পিয়ন হয়েছেন সাভারের সরকার একান্ত ঐতিহ্য, প্রথম রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিজওয়ানুল কবির, দ্বিতীয় রানারআপ হয়েছেন জামালপুর বন্ধুসভার সাদিকুর রহমান। তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া আরও সাতজনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

বেসরকারি ব্যাংক ইউসিবির পৃষ্ঠপোষকতায় আয়োজিত চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সংগীত বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ কুমার নন্দী, চ্যানেল আই সেরাকণ্ঠ-২০০৮ বিজয়ী জানিতা আহমেদ ঝিলিক এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী সিঁথি সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ।

বিচারক প্রদীপ কুমার নন্দী বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি লালনে আমরা যে দায়িত্ব পালন করছি, সেটির একটি অংশ বন্ধুসভার এ প্রতিযোগিতা।’ এ প্রতিযোগিতার মাধ্যমে কিছু গুণী ও মেধাবী শিল্পী উঠে আসবেন বলে আশা প্রকাশ করেন সিঁথি সাহা। জানিতা আহমেদ ঝিলিক বলেন, ‘যদি চর্চা অব্যাহত রাখে, ভবিষ্যতে এরা অনেক ভালো কিছু করতে পারবে।’

আরও পড়ুনবন্ধুসভার জাতীয় সমাবেশ চ্যানেল আইতে২৪ ডিসেম্বর ২০১০

এ প্রতিযোগিতায় মেন্টর ছিলেন ছায়ানটের শিল্পী ও ছায়াবীথির সংগীত প্রশিক্ষক তাপসী রায়। চূড়ান্ত পর্বের তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম ও গীতিকার কবির বকুল।

সম্পর্কিত নিবন্ধ