কোন বিদেশী বাহিনী গাজায় প্রবেশ করবে তা ইসরায়েল নির্ধারণ করবে: নেতানিয়াহু
Published: 26th, October 2025 GMT
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে কোন বিদেশী বাহিনীকে অনুমতি দেওয়া হবে তা ইসরায়েল নির্ধারণ করবে। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
চলতি মাসে গাজায় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি হয়েছে। ওই পরিকল্পনায় গাজায় শান্তিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনীতে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলো সেনা পাঠাতে পারে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
নেতানিয়াহু বলেছেন, “আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং আমরা আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে স্পষ্ট করে দিয়েছি যে, কোন বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য তা ইসরায়েল নির্ধারণ করবে এবং আমরা এভাবেই কাজ করি ও কাজ চালিয়ে যাব।”
গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যেকোনো ভূমিকার বিরোধিতা করবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, তাতে এমন দেশ থাকতে হবে যাদের সাথে ইসরায়েল ‘স্বাচ্ছন্দ্য বোধ করে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’
‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।
সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।
রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী