‘চেষ্টা ৫০ ভাগ, ভাগ্যও ৫০ ভাগ’
Published: 27th, October 2025 GMT
চরকিতে মুক্তি পেয়েছে ‘গ্যাড়াকল’। গত মাসে যুক্তরাষ্ট্রের এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছেন সেরা অভিনেতার স্বীকৃতি। চলছে নতুন সিনেমার শুটিং। অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার-এর কাজের খোঁজখজর নিয়েছেন মনজুর কাদের
শুক্রবার। ছুটির দিন। হোয়াটসঅ্যাপে কল। ধরলেন না। দ্বিতীয়বার চেষ্টা করতেই খুদে বার্তায় জানালেন, ফুরসত পাওয়ামাত্রই কল দেবেন। পাঁচ মিনিট পর ফিরতি কল। ইন্তেখাব দিনার জানালেন, শুটিংয়ে কুয়াকাটায় আছেন। কিসের শুটিং, জানতে চাইলে অন্যদের মতো অত রহস্য করলেন না, সরাসরিই জানালেন, নতুন ছবি ‘হাঙর’-এর শুটিং করছেন। ২৮ অক্টোবর পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে।
‘হাঙর’ বানাচ্ছেন তন্ময় সূর্য। নির্মাতার প্রথম সিনেমা। দিনারেরও তাঁর সঙ্গে প্রথম কাজ। তবে তরুণ এই নির্মাতার কাজে মুগ্ধ অভিনেতা। জানালেন, খুবই গোছানো কাজ। পুরো বিষয় সম্পর্কে তাঁর ধারণাও পরিষ্কার। ‘তন্ময়ের সঙ্গে আগে কাজ হয়নি, ওর কাজও দেখা হয়নি। তবে দিন দশেক ধরে যে কাজ করছি, তাতে দারুণভাবে করছে বলে মনে হয়েছে।’
গল্প প্রসঙ্গে দিনার বললেন, ‘এই সিনেমার সবচেয়ে বড় শক্তি চিত্রনাট্য, সাগরপারের জেলেদের যে সিন্ডিকেট মাফিয়া চক্র থাকে, সেটা নিয়েই গল্প। আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার আরেক শক্তি সত্যিকারের লোকেশন। বেশির ভাগ শুটিং কুয়াকাটায়। এই শুটিংয়ের কারণে কুয়াকাটায়ও প্রথম আসা। সমুদ্রপাড়ে, মাঝসমুদ্রে, মোহনায়ও কাজ হয়েছে। জায়গাটা সুন্দর। আমাদের হয় কি, ঠিকঠাক রক্ষণাবেক্ষণের অভাবে অযত্নে–অবহেলায় সুন্দর জায়গা সৌন্দর্য হারায়। এরপর কয়েক দিন ঢাকায় করলেই শেষ।’ ছবিতে আরও আছেন দীপা খন্দকার, তাহমিনা অথৈ প্রমুখ।
ইন্তেখাব দিনার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে ঘুমন্ত মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একটি মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত মাদ্রাসাশিক্ষার্থীর এক সহপাঠীকে পুলিশ আটক করেছে।
নিহত শিক্ষার্থীর নাম নাজিম উদ্দিন (১৩)। সে সোনাইমুড়ী উপজেলা উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মোহাম্মদ ওবায়েদ উল্লাহর ছেলে। সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখছুদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল সে।
খুনের ঘটনায় আটক শিক্ষার্থীর বয়স ১৬ বছর। ওই কিশোরও মাদ্রাসাটির হিফজ বিভাগের শিক্ষার্থী। তাঁর কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, নাজিম উদ্দিন মাদ্রাসায় থেকে হিফজ বিভাগে পড়ালেখা করে আসছিল। গতকাল রোববার রাতেও অন্যান্য দিনের মতো সে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল। ওই কক্ষে ১৪ জন শিক্ষার্থী থাকে। দিবাগত রাত তিনটার দিকে কারও গোঙানোর শব্দ পেয়ে কয়েকজন শিক্ষার্থী জেগে ওঠে। পরে তারা কক্ষের বাতি জ্বালিয়ে দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় নাজিমের গলাকাটা লাশ পড়ে রয়েছে। মাদ্রাসাশিক্ষকদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, রক্তাক্ত লাশটির পাশে হাতের একটি ছাপ দেখে সন্দেহ হয়। এ সময় কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের মধ্যে একজনকে কাঁপতে দেখায় তাকে সন্দেহবশত আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার বিষয়টি স্বীকার করে।
ওসি বলেন, আটক ওই শিক্ষার্থীর সঙ্গে টুপি পরা নিয়ে সপ্তাহ দুয়েক আগে নাজিম উদ্দিনের ঝগড়া হয়েছিল। মাদ্রাসাশিক্ষকেরা বিষয়টি মীমাংসা করে দেন। এরপরও মনে ক্ষোভ পুষে রেখেছিল আটক কিশোর। এরই জেরে সে স্থানীয় বাজার থেকে ৩০০ টাকায় একটি ছুরি কিনে লুকিয়ে রাখে। পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল রাতে নাজিমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। হত্যার পর ছুরিটি লুকিয়ে রেখে কক্ষে শুয়ে ছিল সে।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) লোকজন রয়েছেন বলে জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।