‘চেষ্টা ৫০ ভাগ, ভাগ্যও ৫০ ভাগ’
Published: 27th, October 2025 GMT
চরকিতে মুক্তি পেয়েছে ‘গ্যাড়াকল’। গত মাসে যুক্তরাষ্ট্রের এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছেন সেরা অভিনেতার স্বীকৃতি। চলছে নতুন সিনেমার শুটিং। অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার-এর কাজের খোঁজখজর নিয়েছেন মনজুর কাদের
শুক্রবার। ছুটির দিন। হোয়াটসঅ্যাপে কল। ধরলেন না। দ্বিতীয়বার চেষ্টা করতেই খুদে বার্তায় জানালেন, ফুরসত পাওয়ামাত্রই কল দেবেন। পাঁচ মিনিট পর ফিরতি কল। ইন্তেখাব দিনার জানালেন, শুটিংয়ে কুয়াকাটায় আছেন। কিসের শুটিং, জানতে চাইলে অন্যদের মতো অত রহস্য করলেন না, সরাসরিই জানালেন, নতুন ছবি ‘হাঙর’-এর শুটিং করছেন। ২৮ অক্টোবর পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে।
‘হাঙর’ বানাচ্ছেন তন্ময় সূর্য। নির্মাতার প্রথম সিনেমা। দিনারেরও তাঁর সঙ্গে প্রথম কাজ। তবে তরুণ এই নির্মাতার কাজে মুগ্ধ অভিনেতা। জানালেন, খুবই গোছানো কাজ। পুরো বিষয় সম্পর্কে তাঁর ধারণাও পরিষ্কার। ‘তন্ময়ের সঙ্গে আগে কাজ হয়নি, ওর কাজও দেখা হয়নি। তবে দিন দশেক ধরে যে কাজ করছি, তাতে দারুণভাবে করছে বলে মনে হয়েছে।’
গল্প প্রসঙ্গে দিনার বললেন, ‘এই সিনেমার সবচেয়ে বড় শক্তি চিত্রনাট্য, সাগরপারের জেলেদের যে সিন্ডিকেট মাফিয়া চক্র থাকে, সেটা নিয়েই গল্প। আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার আরেক শক্তি সত্যিকারের লোকেশন। বেশির ভাগ শুটিং কুয়াকাটায়। এই শুটিংয়ের কারণে কুয়াকাটায়ও প্রথম আসা। সমুদ্রপাড়ে, মাঝসমুদ্রে, মোহনায়ও কাজ হয়েছে। জায়গাটা সুন্দর। আমাদের হয় কি, ঠিকঠাক রক্ষণাবেক্ষণের অভাবে অযত্নে–অবহেলায় সুন্দর জায়গা সৌন্দর্য হারায়। এরপর কয়েক দিন ঢাকায় করলেই শেষ।’ ছবিতে আরও আছেন দীপা খন্দকার, তাহমিনা অথৈ প্রমুখ।
ইন্তেখাব দিনার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের রিমান্ড চায় পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানার এসআই শামীম হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের চারটি কারণে দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র্যাব-২ ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানের বিষয়ে জানতে পারে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি আসামি। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আবদুল হান্নানকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে গতকাল শনিবার আবদুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়।
গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক৫ ঘণ্টা আগে