জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাদের পদ দেওয়ায় এবং বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন।

সোমবার (২৭ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জেলা শাখার সভাপতি মো.

আল আমিন সরদার।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন আ.লীগ নেতা

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

গতকাল রবিবার (২৬ অক্টোবর) আল আমিন সরদারসহ সদ্য গঠিত কমিটির ৫৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেইল পাঠান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সভাপতি আল-আমীন সরদার ও সাংগঠনিক কে এম নাজমুল ইসলামসহ মোট ৭৯ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৫৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তি কেন্দ্রিক ও পক্ষপাতের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই— সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে আমাদের পদ থেকে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “সদ্য আমাদের জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মধ্যে মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে আমিসহ কমিটির ৫৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছি।” 

তিনি বলেন, “এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপকমিটি। রবিবার আমরা কেন্দ্রীয় কমিটির ইমেইলে সবাই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”

ঢাকা/বাদল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ গ প লগঞ জ পদত য গ র ন ত কর ম কম ট র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গণঅধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে।

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ওয়াসিম উদ্দিনের উদ্যোগে রবিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এালাকায় এ দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের রূপগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ নয়ন, সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, সি:যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আল হাদী, মাছুম মিয়া, সিনি:যুগ্ম সদস্য সচিব, হাসান বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি ঘোষণার তিন দিন পর সভাপতিসহ ৫৯ জনের পদত্যাগ