রাজধানীর গেন্ডারিয়া এলাকায় টিউশনিতে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) রাতে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোডের ১১৯/ডি/৩ নম্বর বাসার নিচে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু.

বিচার দাবিতে বিক্ষোভ

২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, সমাধান না হলে আইনের আশ্রয় নেব

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি নিয়মিত ওই এলাকার বাসিন্দা মো. নাসির হোসেনের সন্তানকে পড়ান। ঘটনার দিন রাত ৮টার দিকে টিউশনিতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক যুবক তাকে অনুসরণ করে।

তিনি বলেন, “বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় সে আমার পথরোধ করে মোবাইল নম্বর চায়। আমি দিতে রাজি না হলে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়। এরপর আমি ওপরে উঠতে থাকলে সে পেছন থেকে আমার হাত ধরে এবং প্রতিবাদ করলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।”

তিনি আরো বলেন, “আমি চিৎকার শুরু করলে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে। ফুটেজটি আমি পুলিশকে দিয়েছি।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বলেন, “গেন্ডারিয়া থানার ওসির সঙ্গে কথা হয়েছে। পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে এবং অপরাধীকে শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।”

এদিকে, রাতেই টিউশনিতে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ ও অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন জবি শিক্ষার্থীরা।

বিক্ষোভে মিছিলে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাগছাস এবং ছাত্র অধিকারের পরিষদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ট উশন ত

এছাড়াও পড়ুন:

রিকশার গ্যারেজে তৈরি হচ্ছিল নকল ‘ডেটল’ সাবান

বাইরে থেকে দেখতে রিকশার গ্যারেজ। তবে এর আড়ালে সেখানে চলছিল নকল সাবান তৈরির কাজ। রাত হলেই সেখানে ডেটল, সলিড, লিফোর্ডসহ বিভিন্ন ব্যান্ডের ছাঁচ ও মোড়ক নকল করে এসব সাবান তৈরি হতো। আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে নকল সাবান তৈরির কারখানাটি সিলগালা করে নকল সাবান জব্দ করা হয়।

আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইউনুছ মার্কেট এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক আবদুর রহিম। অভিযানে র‍্যাব-৭–এর সদস্যরা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে একটি কারখানায় অবৈধভাবে সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছিল। কারখানাটি ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করলেও বিএসটিআইয়ের অনুমোদন বা মান নিয়ন্ত্রণ সনদ ছিল না। সেখানে ডেটল সাবান তৈরির ছাঁচ ও মোড়ক পাওয়া গেছে। হুবহু নকল এসব মোড়কে ভুল তথ্য দিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো। কারখানাটি সিলগালা করা হয়েছে।

র‌্যাব-৭–এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭। এসব নকল সাবানে বিভিন্ন নামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এসব সাবানে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সেগুলোর কোনো অনুমোদন নেই।

সম্পর্কিত নিবন্ধ