সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (২৬ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় নিজে বাদী হয়ে জিডি করেন। 

জিডিতে উল্লেখ করা হয়, শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় অবস্থানকালীন সময়ে টুকুর হোয়াটঅ্যাপে একটি অডিও বার্তা আসে। এতে শোনা যায়, দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদীকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায় করা হচ্ছে। এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে টুকুকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে এ ব্যপারে নিয়মিত মামলা করা হবে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।

আরো পড়ুন:

গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

টুপি পরা নিয়ে দ্বন্দ্বে ছাত্রকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

এই অডিও ছড়িয়ে পড়ার পর টুকুর সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

নেতাকর্মীরা জানান, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে এর আগেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটিয়েছে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন।

ঢাকা/কাওছার/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ম মল ব এনপ

এছাড়াও পড়ুন:

‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’

‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।

সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।

রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী

সম্পর্কিত নিবন্ধ