বিনা খরচে চামড়াশিল্পে প্রশিক্ষণ, রয়েছে চাকরির সুযোগ
Published: 27th, October 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (ILET)-এ ৯ মাস মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) ও ৩ মাস মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স (ACC) প্রশিক্ষণে সম্পূর্ণ বিনা মূল্যে অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি সরকারের অর্থ বিভাগ, এসআইসিআইপির আওতায় সম্পূর্ণ সরকারিভাবে বিনা খরচে করানো হবে।
বিনা মূল্যে চারটি কোর্স১.
পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি
কোর্সের মেয়াদ: ৯ মাস
আসনসংখ্যা: ৩০
ভতি৴র যোগ্যতা (লেদার সেক্টরে কর্মরত)
ন্যূনতম সিজিপিএ–২.৫ অথবা দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা। বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
নতুন প্রশিক্ষণার্থী: ন্যূনতম সিজিপিএ–২.৫ অথবা দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিধারী আবেদনকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর২৫ অক্টোবর ২০২৫২. অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স অন কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর,
কোসে৴র মেয়াদ: ৩ মাস
আসনসংখ্যা: ৩০
ভতি৴র যোগ্যতা (লেদার সেক্টরে কর্মরত): ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা।
নতুন প্রশিক্ষণার্থী: ন্যূনতম এইচএসসি পাস।
৩. অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স অন অটোমেশন অ্যান্ড এআই ডিজাইন
কোর্সের মেয়াদ: ৩ মাস
আসনসংখ্যা: ৩০
ভতি৴র যোগ্যতা (লেদার সেক্টরে কর্মরত): ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা।
নতুন প্রশিক্ষণার্থী: ন্যূনতম এইচএসসি পাস।
বৃহস্পতিবার (সন্ধ্যা), শুক্রবার ও শনিবার (সকাল) ক্লাস হবেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এইচএসসি পরীক্ষা ২০২৬, প্রাইভেট পরীক্ষার্থীদের মানতে হবে যে যে নিয়ম
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে। প্রাইভেট প্রত্যেক পরীক্ষার্থীর তালিকাভুক্তি ফি ১০০ টাকা। ২১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ বছর নির্বাচিত ১৮টি কলেজের মাধ্যমে এ পরীক্ষার্থীরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষা ২০২১ এবং এর আগের বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ নালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তা ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২০ এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন।
2026 প্রাইভেটে এইচএসসি পরীক্ষা.pdfডাউনলোডরেজিস্ট্রেশন নবায়ন ব্যতীত প্রাইভেট পরীক্ষার্থীরা ২০২৬ সালের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা-২০২৬ এ অংশ নিতে পারবেন। শিক্ষা বোর্ড থেকে প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলি প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড থেকে নির্ধারিত যেকোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। তবে শিক্ষক, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টিপ্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে না।
প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করবে, সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেবেন। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত) সে বিষয়/বিষয়গুলো নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবেন না।
বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যেকোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রাইভেট পরীক্ষার্থীদের বোর্ড থেকে নির্ধারিত কলেজের অধ্যক্ষের নিকট ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় ফি ও অন্যান্য দলিলসহ সাদা কাগজে আবেদন করতে হবে।
এইচএসসি পরীক্ষা