উইটনের অনন্য উদ্যোগ: দেশে প্রথম ইসলামি স্টাডিজ প্রজেক্টের প্রদর্শনী
Published: 27th, October 2025 GMT
বাংলাদেশে প্রথমবারের মতো উইটন ইন্টারন্যাশনাল স্কুল আয়োজন করে ‘ইসলামি স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’। যা ইসলামি শিক্ষাকে আধুনিক গবেষণা, বিশ্লেষণ এবং সৃজনশীলতার সঙ্গে যুক্ত করে শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত শনিবার রাজধানীর উইটন ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন ক্যাম্পাসে আয়োজিত হয় এই প্রদর্শনী। স্কুলের চারটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেয়। এক হাজারেরও বেশি শিক্ষার্থী নিজেদের হাতে তৈরি প্রজেক্ট, থ্রিডি মডেল, পোস্টার, গবেষণাপত্র ও ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে ইসলামি জ্ঞানের নানা দিক তুলে ধরে।
প্রদর্শনীটির মূল উদ্দেশ্য ছিল ইসলামি শিক্ষাকে গবেষণামূলক ও প্রাসঙ্গিকভাবে শিশুদের চিন্তা, বোধ ও অনুশীলনে রূপান্তর করা। এর মাধ্যমে উইটন ইন্টারন্যাশনাল স্কুল তুলে ধরেছে ইসলামিক স্টাডিজ কেবল ধর্মীয় পাঠ নয় বরং এটি হতে পারে অনুসন্ধান, যুক্তি ও সৃজনশীলতার একটি ক্ষেত্র।
বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থাপনা
আর্লি স্কুল শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাস–১–এ প্রদর্শন করেছে মহান আল্লাহর মহিমান্বিত সৃষ্টিসমূহ, পবিত্রতার ধাপ (একটি থ্রিডি অজু অ্যাডভেঞ্চার) এবং আমি একজন মুসলিম (আমার বিশ্বাস, আমার পরিচয়)। যেখানে তারা ইসলামি পরিচয় ও পবিত্রতার ধারণাকে রং ও মডেলের মাধ্যমে জীবন্ত করে তোলে।
ক্যাম্পাস–৩–এ আর্লি স্কুল শাখার শিক্ষার্থীরা উপস্থাপন করে রাব্বি জিদনি ইলমা, ইসলামের পাঁচটি স্তম্ভ এবং ঈদ উদ্যাপন ও দোয়ার প্রতিদান। যেখানে ইমান, নামাজ, রোজা, হজ ও জাকাতের মৌলিক ধারণাগুলো সহজভাবে ব্যাখ্যা করা হয়।
জুনিয়র স্কুল শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাস–১–এ প্রদর্শন করেছে রাব্বি জিদনি ইলমা, ইসলামের পাঁচটি স্তম্ভ এবং ঈদ উদ্যাপন ও দোয়ার প্রতিদান। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ইসলামের মৌলিক দিক যেমন ঈমান, নামাজ, রোজা, হজ ও জাকাতকে সহজ ও সৃজনশীল উপায়ে তুলে ধরে।
উইটন ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব স্কুল আবদুল্লাহ জামান প্রদর্শনীতে বক্তব্য দেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলি: জড়িতদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য সীমান্তে তৎপরতা জোরদার করেছে বিজিবি। ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চেকপোস্ট স্থাপনসহ বিশেষ টহল, তল্লাশি অভিযান ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।