জুলাই সনদ বাস্তবায়নের উপায়ের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা
Published: 28th, October 2025 GMT
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে কারাগারে আ.লীগ নেতা বাচ্চুর মৃত্যু
পুলিশ হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চুর (৮৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মারা যান।
আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আরো পড়ুন:
সুইমিংপুলে মৃত্যু: কুষ্টিয়ায় রাবি শিক্ষার্থী সায়মার অশ্রুসিক্ত বিদায়
রাবিতে সায়মার মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যা’ দাবি করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ এপ্রিল মোস্তফা খান বাচ্চু কারাগারে আসেন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে অসুস্থ হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ চারটি মামলা রয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, অসুস্থ অবস্থায় বাচ্চুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা গেছেন।
ঢাকা/রাসেল/বকুল