শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৭ কোম্পানি
Published: 28th, October 2025 GMT
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন:
প্রথম প্রান্তিকে এডিএন টেলিকমের মুনাফা কমেছে ১৭.
সিএসই ও সিএফএফইএক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর
জাহিন স্পিনিং: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৫) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.৩৯ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৯) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৭৪ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
অলিম্পিক এক্সেসরিজ: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭৫) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯.৫০ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
দেশবন্ধু পলিমার: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৯৩) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৪ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিবিএস কেবলস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.০৫) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.০১ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিডি সার্ভিসেস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮.৯৪) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৯.৭৪ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
আজিজ পাইপস: কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১০.১২) টাকা। আর গত ৩০ জুন ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৪৭.৩৭) টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এ লক ষ য ড স ম বর ন র পর
এছাড়াও পড়ুন:
‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’
‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।
সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।
রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী