বলিউড তারকা অভিনেতা গোবিন্দ ও সালমান খান। কমেডি ঘরানার ‘পার্টনার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ডেভিড ধাওয়ান নির্মিত সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায়।  

এরপর কেটে গেছে ১৮ বছর। তারপর আর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি এই দুই তারকাকে। দেড় যুগ পর একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন সালমান-গোবিন্দ।  

আরো পড়ুন:

পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন?

‘সালমান-আরবাজ পরস্পরকে ঘৃণা করে’

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হ্যাঁ, সালমান খান এবং গোবিন্দ একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই খুব বেশি তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে ভক্তরা এই আইকনিক জুটির একটি দারুণ পুনর্মিলন আশা করতে পারেন।” 

কমেডি ঘরানার ‘পার্টনার’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখনো বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি হিসেবে বিবেচিত হয় এটি। তাদের সহজাত রসায়ন এবং নিখুঁত কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল, যা সেই সময়ের অন্যতম স্মরণীয় জুটি হিসেবে তাদের স্থান করে দেয়। 

বরাবরের মতো এবারো বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করছেন সালমান খান। এই শোয়ের একটি পর্বে গোবিন্দর সঙ্গে একসঙ্গে কাজের ইঙ্গিত দেন সালমান খান। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র একসঙ গ

এছাড়াও পড়ুন:

শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অধ্যাপক ও সহযোগী অধ্যপক পদে একসঙ্গে ২ হাজার ৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির কথা জানিয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকেরা আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর একসঙ্গে ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়। এর মধ্যে দিয়ে তিন সপ্তাহের মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। অর্থাৎ শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য তিনটি স্তরেই পদোন্নতি দেওয়া হলো।

আরও পড়ুনএলোমেলো শিক্ষা খাত, বাড়ছে সংকট২০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আর গোপনে নয়, প্রকাশ্যে এলেন ম্যাচিং পোশাকে
  • শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন
  • পাকিস্তানের এফ–১৬ যুদ্ধবিমানের জন্য উন্নত প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র