এক্সকাভেটরের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ি। দেখে মনে হবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি। ছাউনির টিনগুলো দুমড়েমুচড়ে পড়ে আছে। বাড়ির লোকেরা সরাতে পারেনি কোনো জিনিসপত্র, এমনকি রান্নাঘরের ভাত-তরকারিও।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত। আদালতের উচ্ছেদ আদেশে আদালতের প্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্যসংখ্যা ১৫ থেকে ২০। উচ্ছেদের পর তাঁরা একটি বাঁশঝাড়ের নিচে রাতযাপন করেছেন।

উচ্ছেদের খবর পেয়ে সোমবার সেখানে গিয়ে দেখা যায়, সনাতন-রুমালী দম্পতির বাড়ির সবাই অভুক্ত। চোখের সামনে বাড়িঘর, জিনিসপত্রের ধ্বংসস্তূপ দেখে দুপুরে না খেয়ে থাকার কথা ভুলে গেছে সবাই। পাঁচ বছরের মানসিক প্রতিবন্ধী শিশুটিও যে না খেয়ে আছে, সে কথাও ভুলে গেছে। পরিচিত এ প্রতিবেদককে দেখতে পেয়ে জিমাইল সরেন নামের শিশুটি শব্দ করে কান্না শুরু করে। ‘ভাত নাই, ভাত নাই’ বলে চিৎকার শুরু করে। ক্ষুধার্ত শিশুটির এ কান্না দেখে আঁচলে চোখ মোছেন পাশে দাঁড়িয়ে থাকা নারীরা।

উচ্ছেদের পর পরিবারগুলো আশ্রয় নিয়েছে বাঁশঝাড়ের নিচে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র

এছাড়াও পড়ুন:

চরাঞ্চলে মাষকলাই চাষ

২ / ৮বাড়ন্ত মাষকলাইয়ের গাছ

সম্পর্কিত নিবন্ধ