বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন
Published: 28th, October 2025 GMT
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে ৩ডি মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেরোবির পার্কের মোড়ে অবস্থিত শহীদ আবু সাঈদ চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন:
শনিবারের মধ্যে বেরোবি ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা
বেরোবি ছাত্র সংসদ আইন অনুমোদন
সভায় স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানিয়ে যে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু একটি স্থাপত্য নিদর্শনই হবে না, বরং এটি আগামী প্রজন্মকে ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের তিনটি নকশার মধ্যে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরে নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছি।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং রংপুর জেলা প্রশাসকসহ স্থাপত্যবিদ ও প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ত স তম ভ
এছাড়াও পড়ুন:
নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।
অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন। বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।
নুসরাত ফারিয়া