পটুয়াখালীতে কুপিয়ে জখম বিএনপি নেতার মৃত্যু
Published: 28th, October 2025 GMT
পটুয়াখালীর সদর উপজেলায় বাজারের ইজারা সংক্রান্ত বিরোধের জের ও একটি ধর্ষণ মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম করা বিএনপি নেতা মফিজুল হক মৃধার (৪০) মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৭ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। মৃত মফিজুল সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্ব বিরোধের জের ও একটি ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় ওই মামলার আসামি সোহাগ মাঝি ও তার সঙ্গীরা মফিজুলকে দা ও চল দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। পরে এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং মফিজুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত মফিজুলের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘‘আমার দুই সন্তানকে নিয়ে এখন কোথায় যাব? আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।’’
মফিজুলের বড় মেয়ে মিম (১০) আক্তার বলেন, ‘‘আমি বাবা হত্যার বিচার চাই।’’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘ঘটনার পরের দিন তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আগের মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য আদালতে আবেদন করব।’’
ঢাকা/ইমরান/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।
আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।
অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’