বিশিষ্ট বিজ্ঞানী ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ড. রেজাউর রহমানের দাফন হবে আগামীকাল বুধবার। পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার বাদ জোহর ধানমন্ডির ১২/এ সড়কের তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর মসজিদ কমপ্লেক্স কবরস্থানে তাঁকে তাঁর বাবা মৌলভী মো.

ফজলুর রহমানের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আরও পড়ুনগ্রহান্তরে ভালো থাকবেন ড. রেজাউর রহমান৮ ঘণ্টা আগে

ড. রেজাউর রহমান গত রোববার ২৬ অক্টোবর সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ১৩ অক্টোবর রাতে তিনি তাঁর ধানমন্ডির বাসায় তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হন। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) হয়েছিল ১৫ অক্টোবর।

ড. রেজাউর রহমানের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। স্বজনেরা জানিয়েছেন, তাঁর দুই মেয়ে নীলাঞ্জনা রহমান ও মঞ্জুলিকা রহমান যুক্তরাষ্ট্রপ্রবাসী। বড় মেয়ে আগেই ঢাকায় এসেছিলেন। ছোট মেয়ের দেশে ফেরার পর পরিবারের পক্ষ থেকে বুধবার দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনরেজাউর রহমানের চলে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়…২৭ অক্টোবর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ উর রহম ন র র রহম ন র

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ