আইডিবিতে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মেলে হাতখরচও, আবেদন শেষ ৩০ অক্টোবর
Published: 29th, October 2025 GMT
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেয় শিক্ষার্থীদের। এ জন্য আবেদন আহ্বান করেছে। গত ১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আইডিবি ১২ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।
আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
আরও পড়ুননেদারল্যান্ডসে বিনা মূল্যে পড়াশোনা, আবেদন স্নাতকোত্তরে১৬ আগস্ট ২০২৫আরও পড়ুনহংকং দিচ্ছে ৪০০ ফুল ফান্ডেড পিএইচডি ফেলোশিপ০৩ সেপ্টেম্বর ২০২৫এ স্কলারশিপের সুযোগ-সুবিধা—
* ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;
* থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;
* প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;
* চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;
* চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;
যেসব কোর্সে ট্রেনিং—
* ইলেকট্রিক্যাল ওয়ার্কস;
* ইলেকট্রনিকস;
* রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;
* ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;
* মেশিনিস্ট;
আবেদনকারীর জন্য নির্দেশাবলি—
* শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;
* একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;
* জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;
* জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;
* ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;
* পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;
* প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;
* ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইড ব
এছাড়াও পড়ুন:
আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্টের আর্মি নার্সিং কলেজে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ১. লেকচারার
পদসংখ্যা: ২
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বিএনএমসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৬ ঘণ্টা আগে২. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমাঅনূর্ধ্ব–৩৫ বছর।
বেতন–ভাতা
কলেজের বেতনকাঠামো অনুযায়ী।
আরও পড়ুনসকালের অ্যালার্ম, না ফোনভীতি? জেন–জিরা কর্মজীবনের চ্যালেঞ্জ জয় করবেন যেভাবে৪ ঘণ্টা আগেআবেদনের নিয়মঅধ্যক্ষ, আমি নার্সিং কলেজ, রংপুর, রংপুর সেনানিবাস—ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র কম্পিউটারে টাইপ করতে হবে।
আবেদন ফি১ নম্বর পদের পরীক্ষার ফি ১,০০০ টাকা ও ২ নম্বর পদের আবেদন ফি ৫০০ টাকা। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ তারিখ৩১ ডিসেম্বর ২০২৫
আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫