পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে মোশারেফ খান (৪০) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাত আড়াইটার দিকে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের উত্তর সেহকাঠী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মোশারেফ একই এলাকার হানিফ খানের ছেলে।

আরো পড়ুন:

রাজশাহীতে স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ

পদ্মার চরে গুলিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ২  

পরিবার ও পুলিশ সূত্র জানায়, রাতে মোশারেফ, তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ৪-৫ জন সন্ত্রাসী  সিঁধ কেটে মোশারেফের ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা জিনিসপত্র চুরি করতে শুরু করে।  টের পেয়ে মোশারেফ এগিয়ে যান।

এ সময় সন্ত্রাসীরা তার বুকের বাশ পাশে ও বাম পায়ের হাটুর নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে এলাকাবাসী মোশারেফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হানিফ খান বলেন, “বাবার আগে ছেলের মৃত্যু হলো, এ শোক আমি সইতে পারছি না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া জুতা ও শার্ট উদ্ধার করেছে পুলিশ।”

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য সন ত র স

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ