বরগুনার তালতলীর ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমরান (৮) নামে এক শিশু মারা গেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় মারা যায় সে। 

মারা যাওয়া ইমরান একই গ্রামের রিপা বেগমের ছেলে। সে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

দুই শিশু সন্তান নিয়ে অথৈ সাগরে প্রিয়া

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কৃষক আবু সালেহ ইঁদুর মারার জন্য মসজিদ থেকে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন টেনে ক্ষেতে ফাঁদ পেতে রাখেন। ফাঁদে কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না।আজ সকালে মায়ের সঙ্গে ধান ক্ষেতে দিয়ে যাওয়ার সময় পেতে রাখা ফাঁদের সংস্পর্শে আসলে ইমরান বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইমরানের মা রিপা বেগম বলেন, “আমি বুঝতেই পারিনি, ওখানে বিদ্যুৎ ছিল। ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।”

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো.

ইমরান শেখ বলেন, “মসজিদ থেকে অবৈধভাবে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। অভিযুক্ত কৃষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন

এছাড়াও পড়ুন:

‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’

‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।

সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।

রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী

সম্পর্কিত নিবন্ধ