মেট্রোরেলে বড় পদে চাকরি, আবেদনের সময় ও ১টি পদে শিক্ষাগত যোগ্যতার সংশোধনী প্রকাশ
Published: 29th, October 2025 GMT
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–০৭ গত ২৮-৯-২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিল। বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-৭ এর আবেদনপত্র জমাদানের সময়সীমা এবং নিয়োগ বিজ্ঞপ্তির ১ নং ক্রমিকের মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) পদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সংশোধন প্রকাশ করা হয়েছে। এ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা ছিল ৩০ অক্টোবর ২০২৫। এখন বর্ধিত সময়সীমা ১৩ নভেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ—
১.
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতার সংশোধন (পদ: মহাব্যবস্থাপক, স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে স্টোর/প্রকিউরমেন্ট–সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অভিজ্ঞদের ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের ক্রয় কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি ক্রয় বিষয়ে (পিপিএ ২০০৬, পিপিআর ২০০৮ ইত্যাদি) কমপক্ষে ২১ (একুশ) দিন মেয়াদের প্রশিক্ষণ থাকতে হবে।
গ্রেড ও বেতন: গ্রেড–৪, মূল বেতন ১,১৫,০০০/– টাকা।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
২. উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে মেজরসহ বিবিএসহ এমবিএ অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে সিএমএ ডিগ্রি এবং শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে অথবা গণপরিবহন সেক্টরে অর্থ ও হিসাবসংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব–সম্পর্কিত কাজে কমপক্ষে ১০ বছরের কর্মঅভিজ্ঞতা।
গ্রেড ও বেতন: গ্রেড–৫, মূল বেতন ৯৮,৯০০/– টাকা।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
৩. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: বাংলাদেশ রেলওয়ে অথবা কোনো এমআরটি অথবা কোনো গণপরিবহন সেক্টরে ব্যবস্থাপক বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে অপারেশন অথবা মেইনটেন্যান্স অথবা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট–সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ১০ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা।
গ্রেড ও বেতন: গ্রেড–৫, মূল বেতন ৯৮,৯০০/– টাকা।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
৪. উপমহাব্যবস্থাপক (ট্রেন অপারেশন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: বাংলাদেশ রেলওয়ে অথবা কোনো এমআরটিতে ব্যবস্থাপক বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অথবা ট্রেন অপারেশনসংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ১০ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা।
গ্রেড ও বেতন: গ্রেড–৫, মূল বেতন ৯৮,৯০০/– টাকা।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
নির্দেশনা ও শর্তগুলো
১। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কাগজ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সিলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
২। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
৩। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
৪। ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আবেদন করতে হবে, হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না।
৫। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। পরবর্তী সময় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।
আবেদন ফি
২,০০০/– টাকা (পে–অর্ডার করতে হবে)।
আবেদনের সময়সীমা
১৩ অক্টোবর ২০২৫
*বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন য নতম ত ন বছর র জ প এ গ রহণয গ য সমম ন র স জ প এ ব ধ বদ ধ স স থ অর থ ও হ স ব জ বন র ক ন ব ভ গ অথব য গ যত স বছর র ক পদস খ য কমপক ষ ট রন ক
এছাড়াও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি, সাপ্তাহিক ছুটি দুই দিন
দেশের অন্যতম উচ্চশিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম ইউনিভার্সিটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পূর্ণকালীন এই শিক্ষকের পদে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।
কোন কোন বিভাগে নিয়োগবিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং—এই ছয়টি বিভাগে অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। পদটি পূর্ণকালীন। অধ্যাপক পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে। তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা সি গ্রেড গ্রহণযোগ্য হবে না।
পিএইচডি ডিগ্রিধারীদের জন্য: যেসব প্রার্থীর পিএইচডি বা সমমানের ডিগ্রি রয়েছে, তাঁদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতার মধ্যে কমপক্ষে ৫ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, তাঁদের মোট ১৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে সহযোগী অধ্যাপক পদে থাকাকালীন অন্তত ৭টি প্রকাশনা থাকতে হবে।
এমফিল ডিগ্রিধারীদের জন্য: এমফিল বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এই ১৮ বছরের মধ্যে ৬ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও মোট প্রকাশনার সংখ্যা কমপক্ষে ১৫টি হতে হবে এবং এর মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে ৭টি প্রকাশনা আবশ্যক।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য: চার বছর বা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে। তাঁদের মোট ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকাশনার ক্ষেত্রে মোট ১৫টি প্রকাশনার শর্ত প্রযোজ্য হবে, যেখানে সহযোগী অধ্যাপক হিসেবে ৭টি প্রকাশনা থাকতে হবে।
আরও পড়ুনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ৬ ঘণ্টা আগেসুযোগ-সুবিধানিয়োগপ্রাপ্ত অধ্যাপকের কাছে তাঁর সংশ্লিষ্ট ডিসিপ্লিনের একাডেমিক উন্নয়নের জন্য নতুন ধারণা তৈরি করার সক্ষমতা আশা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে মান উন্নয়নের প্রতি অত্যন্ত আগ্রহী এবং দলগত কাজে উৎসাহী হতে হবে। নির্বাচিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, প্রভিডেন্ট ফান্ড এবং দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা পাবেন। ঢাকা শহরে অবস্থিত এই কর্মস্থলের যোগাযোগ ব্যবস্থাও বেশ সুবিধাজনক।
আরও পড়ুনএ সপ্তাহের (৫-১১ ডিসেম্বর) সেরা ১০ চাকরি: দুর্যোগ ব্যবস্থাপনা-বিদ্যুতে বড় নিয়োগ১২ ডিসেম্বর ২০২৫যেভাবে আবেদন করবেনবিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে অথবা আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবিসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নিম্নলিখিত ঠিকানায় রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে: প্রাইম ইউনিভার্সিটি, ১১৪/১১৬, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬।
আরও পড়ুনচট্টগ্রাম ওয়াসা ৯ম-১০ম গ্রেডে নেবে ২১ জন, আবেদনের সুযোগ বছরের শেষ দিন পর্যন্ত৯ ঘণ্টা আগে