Risingbd:
2025-12-14@12:17:38 GMT

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

Published: 29th, October 2025 GMT

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

দীর্ঘ নয় বছর পর ঢাকার মঞ্চে উঠতে চলেছেন ভারতীয় সংগীততারকা অরিজিৎ সিং। যার গানে প্রেম, বেদনা আর জীবনের গল্প মিলেমিশে একাকার—এবার সেই সুরে ভাসবে বাংলাদেশের শ্রোতারা। 

অরিজিৎ সিংয়ের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতোমধ্যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসা নিয়ে প্রচারণা শুরু হয়েছে। 

আরো পড়ুন:

‘দ্য তাজ স্টোরি’ সিনেমার বিরুদ্ধে মামলা

বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা

তবে কবে, কোথায় এবং কীভাবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আয়োজক প্রতিষ্ঠান শিগগির বিস্তারিত ঘোষণা দেবে বলে জানা গেছে।  

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে এসেছিলেন অরিজিৎ সিং। সর্বশেষ তিনি ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেছিলেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।  

দেশের শ্রোতারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারো প্রিয় শিল্পীর কণ্ঠে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ কিংবা ‘গেরুয়া’ এর মতো গান সরাসরি শোনার জন্য।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অর জ ৎ স

এছাড়াও পড়ুন:

‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’

‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।

সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।

রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী

সম্পর্কিত নিবন্ধ