ভিনিসিয়ুস জুনিয়র কি তাহলে সত্যিই রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন? জাবি আলোনসো কি আসলেই তাঁকে পছন্দ করেন না?
দুই দিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার সারমর্ম হচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সত্যি সত্যি রিয়াল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। তিনি নাকি বুঝে গেছেন, আলোনসোর মন জয় করা তাঁর পক্ষে হয়তো আর সম্ভব নয়। আর এই আশঙ্কাই তাঁকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।

আসলে আলোনসো রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সেটা প্রথমবার প্রকাশ্যে এসেছে গত রোববার রাতে লা লিগায় সর্বশেষ এল ক্লাসিকোতে। দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার পর ভিনির ক্ষোভ যেন বিস্ফোরিত হয়!

ভিনিসিয়ুস–আলনসোর সম্পর্কে ফাটলের গুঞ্জন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’

‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।

সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।

রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী

সম্পর্কিত নিবন্ধ