‘ভাত নয়, বেড়িবাঁধ চাই’— স্লোগান সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলায় নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে গণশুনানি হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা ‘বাঁধনের’ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ গণশুনানির আয়োজন করা হয়।

আরো পড়ুন:

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহযোগিতা কামনা উপদেষ্টার

‘প্লাস্টিক দূষণ রোধ করার এখনই সময়’

গণশুনানিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো.

কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ‘‘ঘষিয়াখালী চ্যানেল ও পার্শ্ববর্তী নদীগুলোর ভাঙনে রোমজাইপুরসহ আশপাশের শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’’ 

তারা আরো বলেন, ‘‘নদীভাঙনের পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকাজুড়ে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েল ও পুকুরের পানি লবণাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন।’’

গণশুনানিতে বক্তারা দ্রুত নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

তারা বলেন, ‘‘রামপাল ও আশপাশের এলাকা উপকূলীয় দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। এখানকার মানুষকে টেকসই সুরক্ষা না দিলে একদিকে পরিবেশ বিপর্যয়, অন্যদিকে মানবিক সংকট আরো গভীর হবে।’’
 

ঢাকা/শহিদুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ ব প ন দ বস নদ ন র পদ প ন র গণশ ন ন

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ