বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার চালু
Published: 29th, October 2025 GMT
বাংলা সাহিত্যের শক্তিমান কবি আল মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বাংলা একাডেমিতে একটি বিশেষ কর্নার চালু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কর্নারটির উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
আরো পড়ুন:
উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক
তিন গোয়েন্দা সিরিজের স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আল মাহমুদ লেখক কর্নার’-এ সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর থাকবে।
বাংলা একাডেমির জনসংযোগ উপ–বিভাগের উপ–পরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমির ড.
আল মাহমুদ লেখক কর্নারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর থাকবে। পঞ্চাশ আসনের শীতাতপনিয়ন্ত্রিত সেমিনার কক্ষ (সাউন্ড সিস্টেমসহ) নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠান ইত্যাদির জন্য বরাদ্দ নেওয়া যাবে।
লেখক আড্ডার কক্ষ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত (ছুটির দিন ছাড়া) লেখকদের জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ল এক ড ম এক ড ম র
এছাড়াও পড়ুন:
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাগড়াছড়ির নারীদের ভাবনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন।
সেই ঢেউ থেকে খাগড়াছড়িও বাদ পড়েনি। তবে নির্বাচন নিয়ে ভোটারদেরও কিছু ভাবনা রয়েছে। বিশেষ করে নারী ভোটাররা কী ভাবছেন? কেমন প্রার্থী চান তারা?
পার্বত্য জেলা খাগড়াছড়ি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা আর ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। পুরো জেলাজুড়ে সংসদীয় আসন মাত্র একটি। আসন নম্বর ২৯৮।
এই জেলায় পাহাড়ি-বাঙালী মিলে বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস। ভোটারের অনুপাতে নারী ভোটার পুরুষের প্রায় কাছাকাছি। সামনে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থীকে ভোট দেবেন ভাবছেন খাগড়াছড়ির নারীরা?
খাগড়াছড়ি সদরের কলেজ পাড়া এলাকার নারী নেত্রী নমিতা চাকমা ও ঠাকুরছড়া গ্রামের শেফালি ত্রিপুরা, গোলাবাড়ী এলাকার ক্রইসাউ মারমা বলেন, “এমন একজন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, যিনি জয়যুক্ত হলে নারীরা নিরাপদে চলতে পারবেন। নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন সর্বোপরি যিনি নারীদের মর্যাদা রক্ষার জন্য কাজ করবেন, সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই।
তিনি আরো বলেন, “যেহেতু পার্বত্য জেলা হওয়ায় এখানে যেহেতু পাহাড়ি–বাঙালী বসবাস করেন সেই সম্প্রীতির কথাও বলেছেন অনেকেই। যিনি পাহাড়কে শান্ত রাখতে চান বা রাখতে পারবেন সেই ধরনের প্রার্থীও চান তারা।”
সব মিলিয়ে যিনি পাহাড়ের শান্তি সম্প্রীতি ও নারীদের নিরাপত্তাসহ শিক্ষা, স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে চান এখানকার নারী ভোটাররা।
তবে নতুন নারী ভোটারদের ভাবনা খানিকটা অন্যরকম। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের তিশা চাকমা ও টিপলি চাকমা প্রথমবার ভোট দেবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা দেবেন এবং চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দেবেন।
খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া নিবাসী ঢাকা ইডেন এর ছাত্রী হৃদিতা চাকমা বলেন, “নারীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সর্বপরি নিরাপত্তার ব্যবস্থা করবেন সেই প্রার্থীকে ভোট দিব।”
এবার ২৭ হাজার ৪৯৩ জন নতুন ভোটারসহ এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। তারমধ্যে নারী ভোটার ২,৬৭,৬৭১ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার চার জন।
ঢাকা/রূপায়ন/এস