নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত
Published: 29th, October 2025 GMT
নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ব্যতীত অন্য কোন জনপ্রতিনিধি বিচারিক ক্ষমতা নেই। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রমকে দায়িত্ব নিয়ে সম্পন্ন করা উচিত। অল্প সময়ে, স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাসহ সদস্যদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত।
এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে।
ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার শাখা, নারায়ণগঞ্জ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হবে। স্থানীয় মানুষ নিজেদের ছোটখাট বিরোধ ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করতে পারলে জেলা আদালতে মামলার চাপও কমবে।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার টি.
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছাসহ প্রমুখ। এছাড়া সভায় নারায়ণগঞ্জ জেলার ৩৯ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল পর য য় করণ য়
এছাড়াও পড়ুন:
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন না’গঞ্জ শাখার সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় শহরের চাষাঢ়ায় নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি- মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ-ই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গবেষক, লেখক, কলামিস্ট ও জাতীয় মানবাধিকার সোসাইটি নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি - ড. মোঃ সাইদুল ইসলাম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাস্ তি ফাউন্ডেশন এর চেয়ারম্যান- এড. কাজী রুবায়েত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি - কাজী তানভীর হাসান, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ- এম. এ. করিম, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি - এড. সাহিদুল ইসলাম টিটু, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব- এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ ও মোনাজাত করেন- সংগঠনের সদস্য- শুক্কুর মাহমুদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক- মোঃ জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত অতিথিরা সকলেই মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং অধিকার বাস্তবায়নে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা তুলে ধরেন এবং মানুষের কল্যাণে কাজ করার উৎসাহ দেন। সে-ই সাথে দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানান।
ও-ই সময় সংগঠনের সদস্যদের মধ্যে হতে ২০২৫ এ যারা মানবিক সেবামূলক কাজে অংশগ্রহণ ও কাজ করেছেন, তাদেরকে সদস্য মূল্যায়ন সন্মাননা স্মারক ২০২৫ ঘোষণা করা হয় এবং অতিথিদের মাধ্যমে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
সদস্য মূল্যায়ন সন্মাননা পেলেন যারা তারা হলেন, মহিলা বিষয়ক সম্পাদক- এড. মনি গাঙ্গুলি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রাবেয়া খন্দকার রিয়া, অর্থ বিষয়ক সম্পাদক - শাকিলা ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক - জহিরুল ইসলাম মিন্টু, নির্বাহী সদস্য- সোহাগ, শুক্কুর মাহমুদ জুয়েল ও এস. এ. বিপ্লব।
এ সময় সংগঠন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ জাকির হোসেন, আফরোজা আক্তার, মোঃ ওয়ারদে রহমান প্রমূখ।