চাঁদপুরের হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার।

বুধবার (২৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে হাজীগঞ্জ সার্কেল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিল আরকান আর্মি

হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৯ দালালের কারাদণ্ড

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে যুথি (২২) ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে রবিউল করিম (৩৩)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুথি নিজেকে ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। তিনি ঢাকা থেকে বন্ধু রবিউল করিমের সঙ্গে চাঁদপুরে ঘুরতে এসেছিলেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘‘চেকপোস্টে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের বহনকারী প্রাইভেটকার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

সারা দেশে ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১৫০৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও মামলার আসামিসহ ১ হাজার ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৬৯ জন পরোয়ানাভুক্ত ও মামলার আসামি। বাকি ৫৩৭ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানে দুটি ওয়ান শুটার গান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি মরিচাপড়া তাজা কার্তুজ, চারটি গুলির খোসা, ৪টি কার্তুজ, ২টি হাতবোমা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

উত্তরায় মাদকসহ গ্রেপ্তার ১০

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর উত্তরা পূর্ব থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম (৪৭), মো. সোহেল রানা (৩০), মো. রাকিবুল হাসান (৩০), মো. ফারদীন ইসলাম (১৯), রাকিবুর হাসান (১৯), স্বাধীন প্রামাণিক (৪১), সুজন মিয়া (২৫), সিয়াম আহমেদ (২৯), লিটন মিয়া (২৭) ও সোহেল রানা (১৯)। তাঁদের মধ্যে শাহ আলমের কাছ থেকে ১ হাজার ৯৬০ট পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উত্তরা পূর্ব থানা পুলিশের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ১০ জনের মধ্যে ৯ জনকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। আর শাহ আলমের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সারা দেশে ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১৫০৬