গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

মার্কিন মধ্যস্থতায় ক্রমবর্ধমান ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটিই গাজার বাসিন্দাদের জন্য সবচেয়ে মারাত্মক দিন ছিল।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মতে, এই হামলায় কমপক্ষে ৩৫ জন শিশু নিহত এবং ২০০ জন আহত হয়েছে।

গাজার নাগরিক প্রতিরক্ষার মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতার পরিচালক ড.

মোহাম্মদ আল-মুগির গার্ডিয়ানকে বলেন, “এই হামলাগুলোর মধ্যে একটি ছিল ক্যান্সার রোগীর শিবির- ইনসান শিবিরকে লক্ষ্য করে।”

এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) মৃত ও আহতদের পাঁচটি গাজা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত প্রতিবেদনের একটি সংখ্যা নিশ্চিত করেছে।

বুধবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধবিরতিতে কোনো কিছুই বাধা সৃষ্টি করবে না, তবে ইসরায়েলের উচিত তাদের সেনা নিহত হলে প্রতিঘাত করা। তারা একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তাই ইসরায়েলিরাও পাল্টা আক্রমণ করেছে।”
 

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের সুযোগ

বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৪ বিএএফএ কোর্সে এ নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা অনির্ধারিত।

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা

১. জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। GCE ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি।

২. এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

আরও পড়ুনট্রেইনি অফিসার নেবে বেসরকারি ব্যাংক, স্নাতকে আবেদন, শুরুতে বেতন ৩১,০০০২ ঘণ্টা আগেঅন্যান্য যোগ্যতা

উচ্চতা: (পুরুষ) কমপক্ষে ৬৪ ইঞ্চি। (মহিলা) জিডি (পি): কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি।

বুকের মাপ: (পুরুষ) কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। (মহিলা) কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।

ওজন: বয়স ও উচ্চতানুযায়ী।

আরও পড়ুনপরিবেশ অধিদপ্তরে রাজস্ব খাতে বড় নিয়োগ, নেবে ১৮৮ জন২৮ অক্টোবর ২০২৫বয়সসীমা

১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে)

আবেদনের নিয়ম

https://joinairforce.baf.mil.bd ঠিকানায় আবেদন করতে হবে।

যোগদানের সম্ভাব্য তারিখ

২৩ জুন ২০২৬

আবেদনের সময়সীমা

আবেদন শেষ: ৩১ অক্টোবর ২০২৫

* বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ১৩২
  • মেট্রোরেলে বড় পদে চাকরি, আবেদনের সময় ও ১টি পদে শিক্ষাগত যোগ্যতার সংশোধনী প্রকাশ
  • বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের সুযোগ