চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বেসরকারি খাতের প্রাইম ব্যাংক ৬২৯ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৪৯৫ কোটি টাকা। ফলে গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ২৭ শতাংশ। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে প্রাইম ব্যাংক ঋণের সুদ বাবদ আয় করেছে ২ হাজার ৪৯৫ কোটি টাকা। তার বিপরীতে আমানতের সুদ বাবদ ব্যয় করেছে ২ হাজার ১১৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটি ঋণের সুদ থেকে ২ হাজার ২৮৯ কোটি টাকা আর আমানতের সুদ বাবদ ব্যয় হয় ১ হাজার ৫৫০ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের তুলনায় ঋণের সুদ বাবদ ব্যাংকটির আয় ২০৬ কোটি টাকা বেড়েছে। আর একই সময়ের ব্যবধানে আমানতের সুদ বাবদ ব্যয় বেড়েছে ৫৬৯ কোটি টাকা।

ঋণের সুদের চেয়ে আমানতের সুদ ব্যয় বেশি হওয়ার পরও ব্যাংকটির মুনাফা বেড়েছে মূলত বিনিয়োগ আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির ফলে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে বিনিয়োগ থেকে প্রাইম ব্যাংক আয় করেছে ১ হাজার ২২২ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৯৩ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় বেড়েছে ৫২৯ কোটি টাকা। এই আয়ের ওপর ভিত্তি করে ব্যাংকের মুনাফায়ও বড় প্রবৃদ্ধি হয়েছে।

প্রাইম ব্যাংক জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তাতে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ৫ টাকা ৪২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ২৭ পয়সা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র প রথম ৯ ম স র স দ ব বদ ব য ঋণ র স দ

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ