‘আর্জেন্টাইনদের কাছে ডিয়েগো ঈশ্বর। সব সময় তাই থাকবেন’—কথাটা কার্লোস তেভেজের। ফ্যাবিও ক্যানাভারো অবশ্য দাবি করেন, নেপলসবাসীদের কাছেও ‘ঈশ্বর।’ আর ফুটবল মাঠে তিনি সর্বকালের অন্যতম সেরাদের মধ্যেও খুব সংক্ষিপ্ত তালিকার মানুষ। আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক। নাপোলির বিশ্বসেরা ক্লাবের কাতারে উঠে আসার চাবিকাঠি। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৬৫ বছর। ২০২০ সালে অনন্তলোকে পাড়ি জমানো সেই কিংবদন্তি ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার আজ জন্মদিন।

৩০ অক্টোবর ১৯৯৮।

রোজারিওর লা তাবলাদা মফস্‌সল শহর। ঘড়িতে রাত ১২টা বেজে ১৫ মিনিট। এরনান আমেজ একটু হাঁটতে বের হয়েছিলেন। নিশুতিরাতের উদ্দেশ্যহীন পায়চারি আরকি। পথিমধ্যে দেখা হলো বন্ধু হেক্টর ক্যাম্পোমারের সঙ্গে। বন্ধুকে তো কুশলাদি জিজ্ঞেস করতেই হয়। হেক্টর বললেন, ‘আরে এরনান! কী খবর?’

‘এই তো হেক্টর.

..চলে যাচ্ছে আরকি...শুভ বড়দিন (মেরি ক্রিসমাস)।’

হেক্টর তো অবাক। এখন বড়দিন কেন! হেক্টর একটু বিচলিত হয়েই জানতে চাইলেন, ‘মানে কী?’

‘শুভ বড়দিন। একটু ভাবো, বুঝতে পারবে,’ এরনানের কণ্ঠ দ্বিধাহীন।

হেক্টরের এবার মনে পড়ল, ‘ঠিক বলেছ! শুভ বড়দিন।’

দুই বন্ধু এরপর একে অপরকে আলিঙ্গন করে শুভরাত্রি বলে যে যার পথ ধরলেন।

৩০ অক্টোবর ১৯৯৮। রাত ১২টা ৪৫ মিনিট।

ক্রিং, ক্রিং, ক্রিং। লা তাবলাদা থেকে কয়েক ব্লক দূরে লা গুয়ার্দিয়ায় ফোন বাজছে আলেহান্দ্রো ভেরনের ঘরে। ফোনটা করেছে তাঁর বন্ধু এরনান।

‘হ্যালো?’

‘হ্যালো অ্যালে, এরনান বলছি। শুভ বড়দিন।’

‘এখন রাত (প্রায়) ১টা বাজে। কী খেয়েছ? ফরমালডিহাইড?’

‘একটু ভেবে দেখো। আজ কোন দিন, অ্যালে?’

‘(একটু ভেবে) হ্যাঁ, ঠিকই বলেছ। আজ “ঈশ্বর“–এর জন্মদিন। শুভ বড়দিন, ভাই মারাদোনিয়ান।’

মারাদোনিয়ান গ্রাফিতি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ভ বড়দ ন

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ