‘আর্জেন্টাইনদের কাছে ডিয়েগো ঈশ্বর। সব সময় তাই থাকবেন’—কথাটা কার্লোস তেভেজের। ফ্যাবিও ক্যানাভারো অবশ্য দাবি করেন, নেপলসবাসীদের কাছেও ‘ঈশ্বর।’ আর ফুটবল মাঠে তিনি সর্বকালের অন্যতম সেরাদের মধ্যেও খুব সংক্ষিপ্ত তালিকার মানুষ। আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক। নাপোলির বিশ্বসেরা ক্লাবের কাতারে উঠে আসার চাবিকাঠি। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৬৫ বছর। ২০২০ সালে অনন্তলোকে পাড়ি জমানো সেই কিংবদন্তি ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার আজ জন্মদিন।

৩০ অক্টোবর ১৯৯৮।

রোজারিওর লা তাবলাদা মফস্‌সল শহর। ঘড়িতে রাত ১২টা বেজে ১৫ মিনিট। এরনান আমেজ একটু হাঁটতে বের হয়েছিলেন। নিশুতিরাতের উদ্দেশ্যহীন পায়চারি আরকি। পথিমধ্যে দেখা হলো বন্ধু হেক্টর ক্যাম্পোমারের সঙ্গে। বন্ধুকে তো কুশলাদি জিজ্ঞেস করতেই হয়। হেক্টর বললেন, ‘আরে এরনান! কী খবর?’

‘এই তো হেক্টর.

..চলে যাচ্ছে আরকি...শুভ বড়দিন (মেরি ক্রিসমাস)।’

হেক্টর তো অবাক। এখন বড়দিন কেন! হেক্টর একটু বিচলিত হয়েই জানতে চাইলেন, ‘মানে কী?’

‘শুভ বড়দিন। একটু ভাবো, বুঝতে পারবে,’ এরনানের কণ্ঠ দ্বিধাহীন।

হেক্টরের এবার মনে পড়ল, ‘ঠিক বলেছ! শুভ বড়দিন।’

দুই বন্ধু এরপর একে অপরকে আলিঙ্গন করে শুভরাত্রি বলে যে যার পথ ধরলেন।

৩০ অক্টোবর ১৯৯৮। রাত ১২টা ৪৫ মিনিট।

ক্রিং, ক্রিং, ক্রিং। লা তাবলাদা থেকে কয়েক ব্লক দূরে লা গুয়ার্দিয়ায় ফোন বাজছে আলেহান্দ্রো ভেরনের ঘরে। ফোনটা করেছে তাঁর বন্ধু এরনান।

‘হ্যালো?’

‘হ্যালো অ্যালে, এরনান বলছি। শুভ বড়দিন।’

‘এখন রাত (প্রায়) ১টা বাজে। কী খেয়েছ? ফরমালডিহাইড?’

‘একটু ভেবে দেখো। আজ কোন দিন, অ্যালে?’

‘(একটু ভেবে) হ্যাঁ, ঠিকই বলেছ। আজ “ঈশ্বর“–এর জন্মদিন। শুভ বড়দিন, ভাই মারাদোনিয়ান।’

মারাদোনিয়ান গ্রাফিতি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ভ বড়দ ন

এছাড়াও পড়ুন:

অকার্যকর থাকায় বাকসুতে ঝুললো ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) কার্যালয়ে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার সাঁটিয়ে দিয়েছে একদল শিক্ষার্থী।

রবিবার (২৬ অক্টোবর) রাতে ২৭ বছরে ধরে অকার্যকর থাকা এবং ছাত্র সংসদ নির্বাচনের কোনো অগ্রগতি না দেখে তারা বাকসু ভবনে ওই ব্যানার সাঁটিয়ে দেন।

আরো পড়ুন:

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু. বিচার দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রূপায়ন ভূঁইয়া বলেন, “আমিসহ আমার বন্ধুরা মিলে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানারটি লাগিয়েছি।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করতে পারা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সে জায়গা থেকে দেখা যায়, শিক্ষার্থীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থেকে আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বঞ্চিত। আমরা চাই, ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসুক। যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এবং স্বপ্ন দেখাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে।” 

তিনি আরো বলেন, “সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন হয়েছে, তারপর থেকে আজ দীর্ঘ ২৭ বছর অচল অবস্থা। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রশাসন সারাদেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। কারণ তারা ছাত্রদের অ্যাক্টিভিটিসকে ভয় পায়।  এখনো বাকৃবিতে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, যেন বাকসু না হয়। কারণ তারা এতে মনে করে, তাদের দলীয় আধিপত্য কমে যাবে। আমাদের দাবি, অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।”

স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি।

ঢাকা/লিখন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • অকার্যকর থাকায় বাকসুতে ঝুললো ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার