‘ধান আবাদ করেও ভাত খাইতে পারি না’
Published: 30th, October 2025 GMT
“একর প্রতি এখন এমনিতেই ৭০ হাজার টাকা খরচ আছে। সার, বীজসহ অন্য সব খরচই বেশি। বাজারে চালের দামও অনেক চড়া। ধানের দাম নেই। ধান বেচে লাভ হচ্ছে না। আমরা ধান আবাদ করেও ভাত খাইতে পারি না।” এভাবেই নিজের আক্ষেপের কথা বলছিলেন ঠাকুরগাঁও সদরের গড়েয়া এলাকার আমন চাষি ইব্রাহীম।
গড়েয়া এলাকার মতো জেলার সর্বত্রই মাঠে এখন সোনালি ধান বাতাসে দুলছে, কিন্তু সেই বাতাসে ভেসে বেড়ায় কৃষকের দীর্ঘশ্বাস। যে মানুষ নিজের ঘাম দিয়ে দেশের খাদ্য যোগায়—সেই কৃষক আজও বেঁচে থাকার সংগ্রামে পরাজিত, কারণ ঘামের ন্যায্য মূল্য এখনো অনিশ্চিত।
আরো পড়ুন:
আমন ধানের বাম্পার ফলন হবে: কৃষি উপদেষ্টা
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা
কৃষি অধিদপ্তর তথ্য মতে, এবার জেলায় ১ লাখ ৩৭ হাজার জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮৮ হাজার মেট্রিক টন চাল। ইতোমধ্যে ৬ থেকে ৭ শতাংশ জমির ধান কাটা হয়েছে। অনেক জমিতে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ।
একই জমিতে রবি শস্য চাষের জন্যে আগাম আমন আবাদ করে থাকেন চাষিরা। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় এবার আগাম আমন ধান চাষে আশানুরূপ ফলন হয়েছে। প্রকৃতি ছিল অনুকূলে, বৃষ্টি ও রোদ পেয়েছে ঠিকমতো। ফলে অনেক কৃষকই এখন ধান ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন। তবে, তাদের মাঝে নেই নতুন ফসল ঘরে তোলার উচ্ছ্বাস, নেই হাসি মাখা মুখের আনন্দ। তাদের একটাই কথা— ফলন ভালো, কিন্তু দাম নেই।
কৃষকরা বলছেন, ৫০ শতক বা এক বিঘা জমিতে সার, বীজ, শ্রম ও জমি লিজের মূল্যসহ—সব কিছু মিলে উৎপাদন খরচ হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বিঘায় এবার ধানের ফলন হয়েছে প্রায় ৩০ মণ করে। বাজারে ধান বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা বস্তা। কৃষকদের লাভ বলতে তেমন কিছুই থাকে না। যদি ৩ হাজার টাকা বস্তা দাম পেতেন তাহলে হয়তো তাদের কিছুটা লাভ হতো। তাই তারা সরকারকে ধানের সঠিক দাম নির্ধারণের আহ্বান জানান।
আমন চাষি শুভ বলেন, “এখন জমির লিজ মূল্য অনেক বেশি। অন্য সব খরচও খুব বেড়েছে। বাজারে ধান বেচে খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে আমরা দিন পার করব কীভাবে?”
আকচা এলাকার আমন চাষি সোহেল রানা বলেন, “ধানের দাম নেই। ধান বেচে হাতে কিছুই থাকছে না। সেই তুলনায় চালের দাম বেশি। আমরা ধানের আবাদ করি, কিন্তু বাজারে চালের দাম শুনলে অবাক হতে হয়। যথেষ্ট টাকাও নেই যে, কিছু ধান রেখে খাবার চিন্তা করব।”
ভেলাজান এলার তানভীর হাসান বলেন, “চাষাবাদ করে সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। পরিবারের শখ পূরণের কথা চিন্তাও করতে পারি না। আমাদের এই কষ্ট কি আর শেষ হবে না?”
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, “গত বছরের তুলনায় এবার জেলায় ধানের ফলন ভালো হয়েছে। এখনো সরকারি দাম নির্ধারিত হয়নি। তাই হয়তো ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। আশা করি, সরকারি দাম নির্ধারিত হলে ধানের দাম কিছুটা বাড়বে।”
ঢাকা/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তলপেটে ব্যথা হওয়ার কারণ
তলপেটে ব্যথার প্রধান কারণ—
১. পরিপাকতন্ত্রের সমস্যাকোষ্ঠকাঠিন্য ও গ্যাস: এটি তলপেটে ব্যথার সবচেয়ে সাধারণ কারণ। মল দীর্ঘ সময় অন্ত্রে জমে থাকলে বা অতিরিক্ত গ্যাস তৈরি হলে এই ব্যথা হয়।
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস): হজমের এই দীর্ঘস্থায়ী সমস্যায় তলপেটে ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা যায়।
অ্যাপেন্ডিসাইটিস: তলপেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হলে তা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে। এই অবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া, বমিভাব ও জ্বরও থাকতে পারে। এটি একটি জরুরি অবস্থা।
২. মূত্রতন্ত্রের সমস্যামূত্রনালির সংক্রমণ (ইউটিআই): তলপেটে চাপ, ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের সময় জ্বালাপোড়ার সঙ্গে ব্যথা হলে তা ইউটিআই হতে পারে।
কিডনিতে পাথর: ছোট পাথর যখন মূত্রনালি দিয়ে নামে, তখন কোমরের নিচ থেকে তলপেট পর্যন্ত তীব্র ব্যথা ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুনলিভার বা যকৃতের যত্ন নেবেন কীভাবে০৮ সেপ্টেম্বর ২০২৫৩. নারীদের বিশেষ কারণনারীদের তলপেটে ব্যথার জন্য কিছু নির্দিষ্ট কারণ থাকে, যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
মাসিকের ব্যথা (মেনস্ট্রুয়াল ক্র্যাম্প): মাসিকের সময় জরায়ুর সংকোচনের কারণে এ ধরনের ব্যথা হতে পারে।
ডিম্বাশয়ের সিস্ট (ওভারিয়ান সিস্ট): ডিম্বাশয়ে সিস্ট হলে তলপেটে ব্যথা হতে পারে, বিশেষত সিস্ট ফেটে গেলে বা পেঁচিয়ে গেলে তীব্র ব্যথা হয়।
এন্ডোমেট্রিওসিস: জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পেলে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়।
এক্টোপিক প্রেগন্যান্সি: জরায়ুর বাইরে ভ্রূণ স্থাপিত হলে তলপেটে তীব্র ব্যথা হতে পারে। এই জটিল পরিস্থিতি জীবনহানিকর হতে পারে।
আরও পড়ুনকিডনি ভালো আছে কি না, বুঝবেন যেভাবে০৮ সেপ্টেম্বর ২০২৫৪. পুরুষের বিশেষ কারণপুরুষদের ক্ষেত্রে অণ্ডকোষে আঘাত, স্পার্মাটিক কর্ড পেঁচিয়ে যাওয়া কিংবা সংক্রমণ থেকেও ব্যথা তলপেটে ছড়িয়ে পড়তে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ জরুরিতলপেটে ব্যথা যদি তীব্র হয়।
যদি ব্যথা হঠাৎ শুরু হয়।
যদি এর সঙ্গে জ্বর, বমি, রক্তাক্ত মল বা প্রস্রাব, অথবা জ্ঞান হারানোর মতো লক্ষণ দেখা যায়।
এসব লক্ষণ থাকলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
আরও পড়ুনপেট ভরা থাকলেও কেন আমরা মিষ্টি খাবার এড়াতে পারি না০৯ এপ্রিল ২০২৫