নড়াইলে হুমকি দিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত সোমবার রাত নয়টার দিকে আসাদুল খন্দকারের মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘণ্টাখানেক পর আবারও কল আসে। এবার চাঁদা না দিলে বোমা মারার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরদিন সদর থানায় আসাদুল লিখিত অভিযোগ দেন। এর পরদিনই তাঁদের বাড়িতে ককটেল দিয়ে হামলা করা হলো।

আসাদুল খন্দকার বলেন, এক লোক ফোন করে বলেন, ‘তুই বলছিলি যা পারি করতে। দেখছিস, পারি কি না? ফোন নম্বর নিয়ে যা পারিস কর।’ তিনি ওই কথোপকথন রেকর্ড করে রাখেন। পরে আসাদুল খন্দকারের ফোন দিয়ে কথা বলেন সদর উপজেলার বিছালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক। তিনি জানতে চান আসাদুলকে কী বলেছেন? তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘কি বলছি সে বলেনি আপনাকে? তার থেকে জেনে নেন।’

ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। আসাদুল খন্দকার বলেন, ‘আমার ছেলে–মেয়ের তথ্য দিয়ে আমাকে মুঠোফোনে দুই দফায় হুমকি দেওয়া হয়েছে। ছয় লাখ টাকা চাঁদা না দিলে বোমা মারার হুমকিও দেয় সন্ত্রাসীরা। মঙ্গলবার সদর থানায় গিয়েছিলাম। হুমকিদাতার মোবাইল নম্বর দিয়ে সাধারণ ডায়েরি করতে না পেরে অভিযোগ দিয়ে আসি। পুলিশ আমার খোঁজ না নিলেও সন্ত্রাসীরা ঠিকই বোমা মেরে গেছে।’

ককটেল বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে তাঁদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। আজ বৃহস্পতিবার সকালে সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির প্রথম আলোকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের কথা শুনেছিলাম। ঘটনাস্থলে স্থানীয় ক্যাম্পের পুলিশ সদস্য গিয়েছিলেন। এখনো আমি কোনো তথ্য পায়নি।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি, নেবে চতুর্থ থেকে নবম গ্রেডে

সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে চুতর্থ থেকে নবম গ্রেডের পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ—

১. সহযোগী অধ্যাপক (অর্থনীতি)

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: গ্রেড–৪

২. প্রভাষক/সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)

পদসংখ্যা: ০১

বেতন গ্রেড: গ্রেড-৯/গ্রেড-৬/গ্রেড-৪

৩. প্রভাষক (ইংরেজি)

পদসংখ্যা: ০১

বেতন গ্রেড: গ্রেড-৯

৪. প্রভাষক (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট)

পদসংখ্যা: ০১

বেতন গ্রেড: গ্রেড-৯

৫. প্রভাষক (পরিসংখ্যান)

পদসংখ্যা: ০১

বেতন গ্রেড: গ্রেড-৯

আবেদনের নিয়ম—

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে অনুগ্রহ করে ভিজিট করুন www.aibasylhet.edu.bd/notice/ ওয়েবসাইটে।

বয়সসীমা—

সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর এবং প্রভাষক পদে সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুনচট্টগ্রাম ওয়াসায় আরেকটি বড় চাকরি, পদ ১৪৪ ৭ ঘণ্টা আগেআবেদনের শেষ তারিখ—

৩১ ডিসেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীগণ বিস্তারিত জানতে অথবা আবেদন করতে অনুগ্রহ করে ভিজিট করুন www.aibasylhet.edu.bd/notice/ www.bdjobs.com

আরও পড়ুনএমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, যেভাবে পাবেন শিক্ষার্থীরা৭ ঘণ্টা আগেআরও পড়ুনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে চাকরি, আবেদন শেষ ১৫ ডিসেম্বর৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ