বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নগরীর বগুড়া রোডের ওএসএল ফার্মার সামনে বিক্ষোভ করেছেন তারা। ছাঁটাই হওয়া সবাই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন কোম্পানির মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক ও এইচআর বিভাগের ইনচার্জ।

আরো পড়ুন:

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

কারখানা খোলার দাবিতে সড়কে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তারা জানান, সবার পরিবার আছে, সংসার আছে। কোনো কারণ ছাড়াই চাকরি থেকে শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এখন এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে। নোটিশ প্রত্যাহার করে শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদানের সুযোগ না দিলে পুরো কোম্পানি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শ্রমিকদের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোডে অবস্থিত ফ্যাক্টরিতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত সব শ্রমিক-কর্মচরীদের অবহিত করা যাচ্ছে যে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সকল শ্রমিক-কর্মচরীদের চাকরি অবসান করা হলো। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির কর্মচারী মো.

সামসু জানান, বুধবার দুপুরে তাকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকে কীভাবে পাঁচ সদস্যের সংসার চলাবেন এ নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানান তিনি। 

এ বিষয়ে জানতে অপসো কোম্পানির অফিসে ফোন করা হলেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির রুপাতলী শাখার এক কর্মকর্তা বলেন, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়ায় কিছু কর্মকর্তা-কর্মচারীদের ছঁটাই করা হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বিক্ষোভের শুরুতে যান চলাচল সাময়িক বন্ধ হলেও পরে তা স্বাভাবিক করা হয়। সেনাবাহিনীর সহায়তায় কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ট র প য ক ড প র টম ন ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট শুরু আজ। বাংলাদেশ ফুটবল লিগে মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের ম্যাচ।

ওয়েলিংটন টেস্ট-৩য় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস

অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট

ভারত-আরব আমিরাত
বেলা ১১টা, টি স্পোর্টস

অ-১৯ নারী টি-টোয়েন্টি

বাংলাদেশ-পাকিস্তান
বেলা ১-৩০ মি., বিসিবি/ইউটিউব

বাংলাদেশ ফুটবল লিগ

বসুন্ধরা-মোহামেডান
বিকেল ৫-৩০ মি., টি স্পোর্টস

আইএল টি-টোয়েন্টি

ভাইপার্স-জায়ান্টস
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন-লাইপজিগ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে মুন্নু এগ্রো
  • এমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, মেধাতালিকা যেভাবে
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ ডিসেম্বর ২০২৫)
  • বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 
  • গার্ডিয়ানে কাজ করা গাজার সাংবাদিক পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস
  • ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ ডিসেম্বর ২০২৫)
  • সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট, প্রজ্ঞাপন জারি
  • আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)