বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নগরীর বগুড়া রোডের ওএসএল ফার্মার সামনে বিক্ষোভ করেছেন তারা। ছাঁটাই হওয়া সবাই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন কোম্পানির মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক ও এইচআর বিভাগের ইনচার্জ।

আরো পড়ুন:

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

কারখানা খোলার দাবিতে সড়কে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তারা জানান, সবার পরিবার আছে, সংসার আছে। কোনো কারণ ছাড়াই চাকরি থেকে শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এখন এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে। নোটিশ প্রত্যাহার করে শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদানের সুযোগ না দিলে পুরো কোম্পানি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শ্রমিকদের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোডে অবস্থিত ফ্যাক্টরিতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত সব শ্রমিক-কর্মচরীদের অবহিত করা যাচ্ছে যে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সকল শ্রমিক-কর্মচরীদের চাকরি অবসান করা হলো। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির কর্মচারী মো.

সামসু জানান, বুধবার দুপুরে তাকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকে কীভাবে পাঁচ সদস্যের সংসার চলাবেন এ নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানান তিনি। 

এ বিষয়ে জানতে অপসো কোম্পানির অফিসে ফোন করা হলেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির রুপাতলী শাখার এক কর্মকর্তা বলেন, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়ায় কিছু কর্মকর্তা-কর্মচারীদের ছঁটাই করা হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বিক্ষোভের শুরুতে যান চলাচল সাময়িক বন্ধ হলেও পরে তা স্বাভাবিক করা হয়। সেনাবাহিনীর সহায়তায় কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ট র প য ক ড প র টম ন ট

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে এই কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর জন্য ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’-এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে এ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

জকসু রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের কথা ছিল গত ৮ অক্টোবর। তবে জকসু বিধি পাস না হওয়ায় তখন নির্বাচন প্রস্তুতির জন্য একটি পাঁচ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল। বিধি অনুমোদনের পর অবশেষে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জকসু নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘ আন্দোলন, দাবি-দাওয়া ও শিক্ষার্থীদের চাপের মুখে প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রশাসন।

ঢাকা/লিমন ইসলাম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদের পরীক্ষার তারিখ প্রকাশ
  • প্রধান কার্যালয়ের জন্য জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  • তমিজউদ্দিন টেক্সটাইলের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ অক্টোবর ২০২৫)
  • ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
  • একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
  • জকসু নির্বাচন: ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন