যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (স্বরাষ্ট্র দপ্তর) নতুন এক নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের (ইএডি) মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। হাজার হাজার বিদেশি কর্মীর ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গতকাল বুধবার জানিয়েছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর (আজ বৃহস্পতিবার) বা তার পর থেকে যেসব অভিবাসী কর্মী তাঁদের ইএডি নবায়নের জন্য আবেদন করবেন, তাঁরা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। তবে ৩০ অক্টোবরের আগে যে ইএডির মেয়াদ নিজে থেকেই বেড়েছে, সেগুলোর কোনো সমস্যা হবে না।

ট্রাম্প প্রশাসন বলেছে, নতুন নিয়মের উদ্দেশ্য হচ্ছে ‘জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি করে যাচাই-বাছাই করা।’

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বাইডেন প্রশাসনের একটি পুরোনো নিয়মকে বদলে দিল। সেই নিয়মে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সময়মতো নবায়নের আবেদন করলে এবং নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে অভিবাসীরা ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন।

মার্কিন প্রশাসন বলছে, এখন থেকে তারা অভিবাসী কর্মীদের অতীত আরও ঘন ঘন পরীক্ষা করবে। এর ফলে তারা ‘প্রতারণা আটকাতে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে আসা’ লোকজনকে খুঁজে বের করতে পারবে।

ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো এই সিদ্ধান্তকে ‘সাধারণ বুদ্ধি দিয়ে নেওয়া একটি পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে কাজ করাটা অভিবাসী কর্মীদের ‘অধিকার নয়, বরং বিশেষ সুযোগ’।

ইউএসসিআইএস পরামর্শ দিয়েছে, অভিবাসীরা তাঁদের ইএডির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নবায়নের আবেদন করুন। তারা সতর্ক করে দিয়ে বলেছে, ইএডি নবায়নের আবেদন জমা দিতে যত বেশি দেরি হবে, কর্মক্ষেত্রে বৈধতা বা নথিপত্রের অভাবে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তত বাড়বে।

ইএডি কী, কাদের লাগে

ইএডি (ফর্ম আই-৭৬৬) হলো এমন একটি কাগজ, যা প্রমাণ করে যে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের (এমনকি গ্রিন কার্ডধারী) ইএডি লাগে না।

এইচ-১বি, এল-১বি-এর মতো অন্য বিশেষ ভিসাধারীদেরও সাধারণত এই কাগজ লাগে না।

এইচ-১বি ভিসার অন্য খবর

এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন নতুন এইচ-১বি ভিসার বার্ষিক ফি বাড়িয়ে ১ লাখ ডলার করেন। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল শুধু ‘খুবই দক্ষ’ কর্মীদেরই যুক্তরাষ্ট্রে আনা।

এ ছাড়া ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বিশ্ববিদ্যালয়ে এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করে মার্কিনদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র নব য ন র কর ম দ র

এছাড়াও পড়ুন:

রিকশার গ্যারেজে তৈরি হচ্ছিল নকল ‘ডেটল’ সাবান

বাইরে থেকে দেখতে রিকশার গ্যারেজ। তবে এর আড়ালে সেখানে চলছিল নকল সাবান তৈরির কাজ। রাত হলেই সেখানে ডেটল, সলিড, লিফোর্ডসহ বিভিন্ন ব্যান্ডের ছাঁচ ও মোড়ক নকল করে এসব সাবান তৈরি হতো। আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে নকল সাবান তৈরির কারখানাটি সিলগালা করে নকল সাবান জব্দ করা হয়।

আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইউনুছ মার্কেট এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক আবদুর রহিম। অভিযানে র‍্যাব-৭–এর সদস্যরা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে একটি কারখানায় অবৈধভাবে সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছিল। কারখানাটি ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করলেও বিএসটিআইয়ের অনুমোদন বা মান নিয়ন্ত্রণ সনদ ছিল না। সেখানে ডেটল সাবান তৈরির ছাঁচ ও মোড়ক পাওয়া গেছে। হুবহু নকল এসব মোড়কে ভুল তথ্য দিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো। কারখানাটি সিলগালা করা হয়েছে।

র‌্যাব-৭–এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭। এসব নকল সাবানে বিভিন্ন নামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এসব সাবানে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সেগুলোর কোনো অনুমোদন নেই।

সম্পর্কিত নিবন্ধ