জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সমাবেশ করেছে কয়েকটি রাজনৈতিক দল। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল ও ব্যানার নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে আসেন। ধীরে ধীরে তা বিশাল সমাবেশে রূপ নেয়।

সমাবেশ শেষে ইসিতে স্মারকলিপি পেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

বেলা সাড়ে ১১টার দিকে জাগপা, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। পর্যায়ক্রমে অন্য দলগুলোও যোগ দেয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সরকারের কিছু ব্যয় হলেও এটি আয়োজন করতে হবে, নইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, আমরা জুলাই সনদের আইনি স্বীকৃতি ও তার বাস্তবায়নের দাবিতে ইসিতে স্মারকলিপি দিতে এসেছি। গণভোট ছাড়া জনগণের মতামত প্রতিফলিত হবে না। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া সম্ভব নয়। নভেম্বরেই গণভোট দিতে হবে।

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র আগ ইসল ম গণভ ট

এছাড়াও পড়ুন:

অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ