দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গত আগস্ট মাসেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদো কবে বিয়ে করবেন জর্জিনাকে, সেটা তখন জানা যায়নি। এবার জানা গেল, ২০২৬ বিশ্বকাপ শেষে আগামী গ্রীষ্মেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দুজন।

২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ৯ বছরের পথচলায় এখন তাঁদের পরিবারে পাঁচ সন্তান। অবশেষে গত আগস্টে রোনালদো বিয়ের প্রস্তাব দেন জর্জিনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনা বাগ্‌দানের আংটির ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’

পর্তুগিজ দৈনিক জর্নাল দা মাদেইরা জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী হবে দুজনের বিয়ে। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে।

আরও পড়ুনঅবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর ১২ আগস্ট ২০২৫

আর অভ্যর্থনা হবে মাদেইরার বিলাসবহুল এক হোটেলে। হোটেলটির অবস্থানও রোনালদোর কাছে স্মৃতিময়। সেখান থেকে মাত্র দেড় মাইল দূরে এক হাসপাতালে তাঁর জন্ম। আর তিন মাইল দূরে নাসিওনাল দা মাদেইরার মাঠ, যে ক্লাবে কৈশোরে খেলতেন রোনালদো।

সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’-এ দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি খুব একটা রোমান্টিক মানুষ নন।

প্রস্তাব দেওয়ার পুরো ঘটনাই তিনি বর্ণনা করেছেন, ‘রাত তখন একটা। মেয়েরা ঘুমিয়ে। এক বন্ধু আংটিটি দিল জিওকে (জর্জিনা) দেওয়ার জন্য। আমি আংটি দিচ্ছি, হঠাৎ দুই ছেলে এসে বলল, “ড্যাড, তুমি মাকে আংটি দেবে, সঙ্গে বিয়ের প্রস্তাবও।” তখনই মনে হলো, এটাই সঠিক সময়। আমি জানতাম একদিন (বিয়ের প্রস্তাব) করব, কিন্তু সেদিনই করার পরিকল্পনা ছিল না। ছেলেমেয়েরা বলল, বন্ধুরা ভিডিও করছিল, তাই করলাম। হাঁটু গেড়ে বসিনি; কারণ, প্রস্তুত ছিলাম না। তবে মুহূর্তটা ছিল সুন্দর। ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম। আমি ফুল দিয়ে ঘর ভরানো মানুষ নই, তবে আমার মতো করে আমি রোমান্টিক। জানতাম, সে-ই আমার জীবনের নারী।’

রোনালদো ও জর্জিনা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য় র প রস ত ব

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএস, আবেদন ফি ২৫০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে দেড় বছর মেয়াদি এমএস কোর্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজিতে ন্যূনতম সিজিপিএ–৩–সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। যেসব শিক্ষার্থী সম্মান চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন (অ্যাপিয়ার্ড), তাঁরাও আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

আগ্রহী প্রার্থীদের অফেরতযোগ্য ২ হাজার ৫০০ (দুই হাজার পাঁচ শত) টাকা প্রদানপূর্বক ১৭/১১/২০২৫ থেকে ১৮/১/২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন বিভাগীয় অফিস (কক্ষ নং-৫০১৭, কলাভবন) থেকে আবেদনপত্র সংগ্রহ করে সব পরীক্ষার সত্যায়িত মার্কশিট ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ পূরণকৃত আবেদনপত্রটি জমা দিতে হবে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ২ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তারিখ—

লিখিত পরীক্ষা: ২৪/০১/২০২৬, শনিবার (সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত)

লিখিত পরীক্ষার ফলপ্রকাশ: ২৭/০১/২০২৬, বিকেল ৫টা (বিভাগীয় নোটিশ বোর্ড ও বিভাগীয় ওয়েবসাইট)

মৌখিক পরীক্ষা: ২৮/০১/২০২৬ থেকে ২৯/০১/২০২৬ (সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)

আরও পড়ুনভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস–পরীক্ষা বন্ধ৩ ঘণ্টা আগে

চূড়ান্ত ফলপ্রকাশ: ২৯/০১/২০২৬ (বিকেল ৫টার পর) (বিভাগীয় নোটিশ বোর্ড ও বিভাগীয় ওয়েবসাইট)

ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০৯৬৬৬৯১১৪৬৩/৭৮০১, মোবাইল: ০১৭৩১-৭০৯০৯৯

** আবেদনের বিস্তারিত তথ্যের জন্য ঢুঁ মারুন এখানে

সম্পর্কিত নিবন্ধ

  • সহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে
  • দেখে নিন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি
  • ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৬ সালে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি
  • বিপিএটিসি স্কুলে ২০২৬ সালে বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি
  • বিশ্বকাপের আগে আর কয়টি ম্যাচ খেলবেন মেসি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএস, আবেদন ফি ২৫০০ টাকা