আইফোনে থাকা একাধিক প্রযুক্তিসুবিধার সেটিংস অপশনের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে থাকে অ্যাপল। এরপর ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ বিভিন্ন তথ্য তৃতীয় পক্ষের একাধিক অ্যাপ বা ওয়েবসাইটের কাছে পাঠাতে থাকে প্রতিষ্ঠানটি। এসব তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপনের দর্শক এবং বিজ্ঞাপনের কার্যকারিতা পর্যালোচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান। আর তাই আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে তিনটি অপশন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ‘দ্য আলটিমেট প্রাইভেসি প্লেবুক’–এর লেখক ও নিরাপত্তা বিশেষজ্ঞ চিপ হ্যালেট।

চিপ হ্যালেট জানিয়েছেন, আইফোনে থাকা সাফারি ব্রাউজারের ‘প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট’ অপশনটি বন্ধ রাখতে হবে। এটি চালু থাকলে ব্যবহারকারীরা কোন ধরনের বিজ্ঞাপন দেখছেন বা ক্লিক করছেন—তা তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কাছে পাঠানো হয়। যদিও অ্যাপল জানিয়েছে, এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরাসরি পাঠানো হয় না এবং গোপনীয়তা সুরক্ষিত থাকে। তবু যাঁরা নিজেদের অনলাইন ইতিহাসের তথ্য গোপন রাখতে চান, তাঁদের এই সেটিংস বন্ধ রাখা উচিত। সেটিংসটি বন্ধ করতে প্রথমে আইফোনের সেটিংস অ্যাপ খুলে সাফারি অপশনে যেতে হবে। এরপর একেবারে নিচে থাকা ‘অ্যাডভান্সড’ অপশনে প্রবেশ করে ‘প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট’ টগলটিটি বন্ধ করে দিতে হবে।

দ্বিতীয় অপশনটি হলো ট্র্যাকিং। ট্র্যাকিং অপশন চালু থাকলে, বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য পর্যালোচনা করে বিজ্ঞাপন প্রদর্শন করে। ‘সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ মেনু থেকে ট্র্যাকিং অপশন নির্বাচন করে ‘অ্যালাউ অ্যাপস টু ট্র্যাক’ নির্বাচন করলেই অপশনটি বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি উন্মুক্ত হওয়া অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা নিয়েও ব্যবহারকারীদের সতর্ক করেছেন হ্যালেট। তিনি জানান, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিভিন্ন অ্যাপ থেকে তথ্য নিয়ে কাজ করে। এই সুবিধাটি যাতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে না পারে, সে জন্য সেটিংস থেকে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি মেনুতে যেতে হবে। সেখানে লার্ন ফ্রম দিস অ্যাপ, সাজেস্ট অ্যাপ এবং সাজেস্ট নোটিফিকেশন—এই অপশন তিনটি বন্ধ করতে হবে।
সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নগ্ন দৃশ্যে তৃপ্তির অভিনয়, নতুন সিনেমা থেকে বাদ, মুখ খুললেন পরিচালক

বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’। অনুরাগ বসু নির্মাণ করতে যাচ্ছেন সিনেমাটির তৃতীয় কিস্তি। সিনেমাটির প্রধান চরিত্র অর্থাৎ রাহুল রায় চরিত্রের জন্য কার্তিক আরিয়ানকে আগেই চূড়ান্ত করা হয়। এরপর জানা যায়, তার বিপরীতে অভিনয় করবেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।

‘আশিকি থ্রি’ সিনেমার জন্য লুক টেস্ট দেন তৃপ্তি দিমরি। এরপর পরিচালক অনুরাগ বসু নিশ্চিত করেন সিনেমাটিতে অভিনয় করছেন না তৃপ্তি। শুরু হয় নানা গুঞ্জন। শোনা যায়, ‘অ্যানিমেল’ সিনেমায় লগ্ন দৃশ্যে অভিনয় করার কারণে বাদ হওয়া হয়েছে তৃপ্তিকে। কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়, ‘আশিকি থ্রি’ সিনেমার চরিত্রটির জন্য ‘নিষ্পাপ’ কাউকে প্রয়োজন।

বেশ কিছু দিন ধরে এ নিয়ে নানা ধরনের চর্চা চলছে। তবে নীরব তৃপ্তি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ বসু। মিড-ডে ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তিকে বাদ দেওয়ার যেসব কারণ নিয়ে চর্চা চলছে তা উড়িয়ে দিয়েছেন এই পরিচালক। অনুরাগ বসু বলেন, “এসব সত্যি নয়। আর তৃপ্তিও এটা খুব ভালো করে জানেন।”

আরো পড়ুন:

‘তোমায় আর একবার দেখার জন্য সব করতে পারি বাবা’

সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা

তবে ঠিক কী কারণে ‘আশিকি থ্রি’ সিনেমা থেকে বাদ পড়েছেন তৃপ্তি, তার কোনো সঠিক ব্যাখ্যা দেননি এই নির্মাতা।

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তার বিপরীতে দেখা যায় তৃপ্তি দিমরিকে।

সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়। বিষয়টি নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। এ ঘটনার প্রায় এক বছর পর তৃপ্তি জানান, দর্শক প্রতিক্রিয়া দেখে ভীষণভাবে ভেঙে পড়েছিলে তিনি।

রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, “অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর ২-৩ দিন কেঁদেছিলাম। মানুষ এমন সমালোচনা করবে তা আমি প্রত্যাশা করিনি। মানুষ যে ধরনের মন্তব্য লিখেছিলেন, তা দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাবে সেনাবাহিনী, লিখিত না আসা পর্যন্ত শাটডাউন
  • বরিশালের অনুশীলনে মনোযোগ কাড়ল নবীর ছেলে 
  • চট্টগ্রামে ৮ মামলায় গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে 
  • ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্ট কার্যালয়ের হিসাবরক্ষক আটক
  • মামলা তুলে নিয়ে ‘লাখ’ টাকায় আপোষ তালাকের পরামর্শ ওসির
  • সামনেই বিয়ে? হবু বর নিজের যত্ন নেবেন যেভাবে 
  • জলের নিচে অবিশ্বাস্য দুনিয়া!
  • ভারতে ৬৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
  • বাভুমার নেতৃত্বে দ. আফ্রিকার দল ঘোষণা
  • নগ্ন দৃশ্যে তৃপ্তির অভিনয়, নতুন সিনেমা থেকে বাদ, মুখ খুললেন পরিচালক