আইফোনে থাকা একাধিক প্রযুক্তিসুবিধার সেটিংস অপশনের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে থাকে অ্যাপল। এরপর ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ বিভিন্ন তথ্য তৃতীয় পক্ষের একাধিক অ্যাপ বা ওয়েবসাইটের কাছে পাঠাতে থাকে প্রতিষ্ঠানটি। এসব তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপনের দর্শক এবং বিজ্ঞাপনের কার্যকারিতা পর্যালোচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান। আর তাই আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে তিনটি অপশন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ‘দ্য আলটিমেট প্রাইভেসি প্লেবুক’–এর লেখক ও নিরাপত্তা বিশেষজ্ঞ চিপ হ্যালেট।

চিপ হ্যালেট জানিয়েছেন, আইফোনে থাকা সাফারি ব্রাউজারের ‘প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট’ অপশনটি বন্ধ রাখতে হবে। এটি চালু থাকলে ব্যবহারকারীরা কোন ধরনের বিজ্ঞাপন দেখছেন বা ক্লিক করছেন—তা তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কাছে পাঠানো হয়। যদিও অ্যাপল জানিয়েছে, এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরাসরি পাঠানো হয় না এবং গোপনীয়তা সুরক্ষিত থাকে। তবু যাঁরা নিজেদের অনলাইন ইতিহাসের তথ্য গোপন রাখতে চান, তাঁদের এই সেটিংস বন্ধ রাখা উচিত। সেটিংসটি বন্ধ করতে প্রথমে আইফোনের সেটিংস অ্যাপ খুলে সাফারি অপশনে যেতে হবে। এরপর একেবারে নিচে থাকা ‘অ্যাডভান্সড’ অপশনে প্রবেশ করে ‘প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট’ টগলটিটি বন্ধ করে দিতে হবে।

দ্বিতীয় অপশনটি হলো ট্র্যাকিং। ট্র্যাকিং অপশন চালু থাকলে, বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য পর্যালোচনা করে বিজ্ঞাপন প্রদর্শন করে। ‘সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ মেনু থেকে ট্র্যাকিং অপশন নির্বাচন করে ‘অ্যালাউ অ্যাপস টু ট্র্যাক’ নির্বাচন করলেই অপশনটি বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি উন্মুক্ত হওয়া অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা নিয়েও ব্যবহারকারীদের সতর্ক করেছেন হ্যালেট। তিনি জানান, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিভিন্ন অ্যাপ থেকে তথ্য নিয়ে কাজ করে। এই সুবিধাটি যাতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে না পারে, সে জন্য সেটিংস থেকে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি মেনুতে যেতে হবে। সেখানে লার্ন ফ্রম দিস অ্যাপ, সাজেস্ট অ্যাপ এবং সাজেস্ট নোটিফিকেশন—এই অপশন তিনটি বন্ধ করতে হবে।
সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেইমারের হ্যাটট্রিকে ‘অবনমন’ এড়াল সান্তোস

ব্রাজিলের ঘরোয়া লিগ ব্রাসিলেইরাঁওতে অবনমন এড়ানোর লড়াইয়ে ছিল সান্তোস। সেই সংগ্রামেই বাংলাদেশ সময় বৃস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে দলটিকে কাঁধে তুলে নিলেন নেইমার। দুর্দান্ত এক হ্যাটট্রিকের সুবাদে জুভেনতুদেকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পাশাপাশি রেলিগেশন তথা অবনমন অঞ্চল থেকেও উপরে উঠে এসেছে তারা। অর্থাৎ রেলিগেশন এড়িয়েছে নেইমাররা।

আগের ম্যাচের মতো যথারীতি এই ম্যাচেও হাঁটুর চোট নিয়েই খেলতে নামেন নেইমার। তবু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে দলকে জয়ের পথ দেখান ব্রাজিলিয়ান সুপারস্টার।

আরো পড়ুন:

শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

বার্সার কাছে শীর্ষস্থান হারানোর পর আলোনসো: সামনের পথ এখনো লম্বা

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী নেইমারের বাম হাঁটুর মেনিসকাস ইনজুরির জন্য মৌসুম শেষে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে তিনি গত দুটি ম্যাচেই কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে খেলেছেন।

স্থানীয় সময় বুধবারের হ্যাটট্রিক নেইমারের প্রায় আড়াই বছরের মধ্যে প্রথম। এর আগে সর্বশেষ তিনি ২০২২ সালের এপ্রিল মাসে প্যারিস সেন্ত-জার্মেইয়ের (পিএসজি) হয়ে ক্লারমোঁর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।

এদিন ম্যাচের ৫৬তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে নেইমারের প্রথম গোল আসে। এরপর মাত্র দশ মিনিটের মধ্যেই ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৮৩তম মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে।

এই জয়ে মৌসুমে আর এক ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চলের বাইরে দুই পয়েন্টের নিরাপদ দূরত্বে উঠে এসেছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। চারটি দল যারা দ্বিতীয় ডিভিশনে নেমে যাবে, তাদের শেষ অবস্থানটিতে বর্তমানে রয়েছে ভিটোরিয়া। তাদের থেকে এখন দুই পয়েন্টে এগিয়ে সান্তোস।

আগামী রোববার (০৭ ডিসেম্বর) ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস। সেখানে জয় পেলে নিশ্চিত হয়ে যাবে তাদের প্রথম ডিভিশনে টিকে থাকা।

অন্যদিকে ম্যাচের আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া জুভেনতুদে টানা চতুর্থ পরাজয়ে সিজন শেষের পথটা আরও কঠিন করে তুলল।

সাম্প্রতিক বছরগুলোতে নেইমার বহু ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। তবু আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একাধিকবার জানিয়েছেন- ফিট থাকলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সুযোগ নেইমারের সামনে উন্মুক্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • নেইমারের হ্যাটট্রিকে ‘অবনমন’ এড়াল সান্তোস
  • অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
  • সিয়ামের সঙ্গী ইধিকা পাল!
  • অবশেষে সৎকার হলো হিমাগারে থাকা ভারতীয় নাগরিকের মরদেহ
  • চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক
  • শিক্ষার্থী পরিচয়ে প্রতারণা, বাসাভাড়া নিয়ে দেড় বছর ক্যাম্পাসেই থেকেছেন
  • চুয়াডাঙ্গায় তরুণের লাশ উদ্ধার, ঘোষণা দিয়ে প্রতিপক্ষ হত্যা করেছে– অভিযোগ পরিবারের
  • ৫ ক‌্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ
  • বিপিএলের আগে মুমিনুলকে সিডনিতে খেলার সুযোগ দিলেন হাথুরুসিংহে
  • ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিওটি সন্দ্বীপের