বিপিএলে এটি ছিল লিটন দাসের ১০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়া ম্যাচটা তাঁর হতে পারত। কারণ লিটনের হয়ে বোর্ড সভাপতি, নির্বাচক, সতীর্থেরা সবাই কথা বললেও কথা বলছিল না তাঁর গোমড়া ব্যাট।

অবশেষে সেই ব্যাট আজ কথা বলল, হাসি ফোটাল লিটনের মুখে। কিন্তু দিন শেষে তাঁর সেই হাসি কেড়ে নিল ঘরের মাঠে পাওয়া সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়।

সিলেটের মাঠে সিলেট স্ট্রাইকার্স এর আগেও খেলেছে দুটি ম্যাচ। হেরেছে দুটিতেই। সিলেটের প্রতি ম্যাচেই গ্যালারি ভরিয়ে তোলা স্থানীয় দর্শকেরা দুই ম্যাচেই ঘরে ফিরেছেন হতাশা নিয়ে। তবে আজ রাতটা এলো ব্যতিক্রম হয়ে।

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্রথম জয়োৎসব হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই। ৩ উইকেটে জিতে এখনো জয়ের মুখ না দেখা ঢাকা ক্যাপিটালসকে তারা ‘উপহার’ দিল টানা ষষ্ঠ হার।

ম্যাচের শুরুটা ছিল লিটনের ফিরে আসার বার্তা দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের হাহাকারে ভরা তাঁর সাম্প্রতিক ফর্মটা না হয় একটু ভুলেই থাকুন। শুধু এই বিপিএলের খাতাটা নাড়চাড়া করলেই দেখবেন কী প্রবল রান খরা ছিল সেখানে! আজকের আগে চার ম্যাচে করেছেন ৩১, ০, ২ আর ৯।

লিটনের মতো ব্যাটসম্যানের রান এরকম হলে চলে! লিটনের চাই বড় শট, বড় ইনিংস। তাহলেই না ব্যাটিংটা শিল্প হয়ে ফোটে তাঁর ব্যাটে। যে শিল্পী তুলি হাতে নিয়েও ছবি আঁকেন না, তিনি আবার শিল্পী কীসের!

যাই হোক, লিটন অবশেষে ছবি আঁকলেন। তবে ২৯ বলে ফিফটি পূর্ণ করা ৪৩ বলে ৭৩ রানের ইনিংসটাকে ছবি বলবেন নাকি বলবেন উপভোগ্য এক শর্ট ফিল্ম, সেটি আপনার সিদ্ধান্ত। লিটনের কাজ ছিল ভালো একটা ইনিংস খেলে রানে ফেরা। লিটন তা করেছেন। যাঁকে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছে, ম্যাচের পর ম্যাচ দু–চার বল খেলেই মাথা নত করে তাঁর ড্রেসিংরুমে ফেরার দৃশ্য আর নেওয়া যাচ্ছিল না।

সঙ্গী ওপেনার তানজিদ হাসানকে প্রথম ওভারেই হারিয়েছিলেন লিটন। ঢাকাকে এরপর আর খুব বেশি পেছন ফিরে তাকাতে হয়নি তাদের ইনিংসে। দ্বিতীয় উইকেটে তিনে নামা মুনিম শাহরিয়ারের সঙ্গে দাঁড়িয়ে যায় লিটনের ১২৯ রানের জুটি, এর আগে পাওয়ার প্লেতেই আসে ৫৬।

রাকিম কর্নওয়ালের করা ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে লিটন এলবিডব্লু হলে সেটি। এক ছক্কা আর ১০ বাউন্ডারি ছিল লিটনের ইনিংসে। ৪৭ বলে ৫২ রান করা মুনিমকেও ওই ওভারেরই পঞ্চম বলে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বিদায় করেন কর্নওয়াল।

ঢাকার রান দ্রুত বাড়িয়ে নেওয়ার দায়িত্ব এরপর নেন পরশু চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ঝড় তোলা সাব্বির রহমান। আজও সাব্বির ছিলেন ধুন্ধুমার ব্যাটিংয়ের মানসিকতায়। ১০ বলে ২৩ রান করতে মেরেছেন তিন ছক্কা। আউট হওয়ার আগে অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে ১৭ বলেই গড়ে ফেলেন ৪১ রানের জুটি। ওই ধাক্কায় শেষ ৫ ওভারে ঢাকার রান ৬১, এর মধ্যে আল–আমিনের করা ১৮তম ওভারেই এসেছে ২২।

ঢাকার ৬ উইকেটে করা ১৯৩ রান সিলেট টপকাতে পারবে বলে মনে হচ্ছিল না ইনিংসের শুরুর দিকে। ওপরের দিকের পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনে নামা জাকির হাসান (২৭ বলে ৫৮ রান) ছাড়া সবাই ব্যর্থ।

কিন্তু রনি তালুকদার, জাকের আলী আর অধিনায়ক আরিফুল হকের লড়াই শেষ পর্যন্ত বৃথা যায়নি। বিশেষ করে আরিফুলের ১৫ বলে অপরাজিত ২৮–ই শেষ দিকে আসল কাজটা করে দিয়েছে। বিপিএলে লিটনের ১০০তম ম্যাচে তাঁর ব্যাটের হাসি কেড়ে নিয়ে ৮ বল বাকি থাকতেই প্রথম জয়ের দেখা পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নগ্ন দৃশ্যে তৃপ্তির অভিনয়, নতুন সিনেমা থেকে বাদ, মুখ খুললেন পরিচালক

বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’। অনুরাগ বসু নির্মাণ করতে যাচ্ছেন সিনেমাটির তৃতীয় কিস্তি। সিনেমাটির প্রধান চরিত্র অর্থাৎ রাহুল রায় চরিত্রের জন্য কার্তিক আরিয়ানকে আগেই চূড়ান্ত করা হয়। এরপর জানা যায়, তার বিপরীতে অভিনয় করবেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।

‘আশিকি থ্রি’ সিনেমার জন্য লুক টেস্ট দেন তৃপ্তি দিমরি। এরপর পরিচালক অনুরাগ বসু নিশ্চিত করেন সিনেমাটিতে অভিনয় করছেন না তৃপ্তি। শুরু হয় নানা গুঞ্জন। শোনা যায়, ‘অ্যানিমেল’ সিনেমায় লগ্ন দৃশ্যে অভিনয় করার কারণে বাদ হওয়া হয়েছে তৃপ্তিকে। কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়, ‘আশিকি থ্রি’ সিনেমার চরিত্রটির জন্য ‘নিষ্পাপ’ কাউকে প্রয়োজন।

বেশ কিছু দিন ধরে এ নিয়ে নানা ধরনের চর্চা চলছে। তবে নীরব তৃপ্তি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ বসু। মিড-ডে ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তিকে বাদ দেওয়ার যেসব কারণ নিয়ে চর্চা চলছে তা উড়িয়ে দিয়েছেন এই পরিচালক। অনুরাগ বসু বলেন, “এসব সত্যি নয়। আর তৃপ্তিও এটা খুব ভালো করে জানেন।”

আরো পড়ুন:

‘তোমায় আর একবার দেখার জন্য সব করতে পারি বাবা’

সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা

তবে ঠিক কী কারণে ‘আশিকি থ্রি’ সিনেমা থেকে বাদ পড়েছেন তৃপ্তি, তার কোনো সঠিক ব্যাখ্যা দেননি এই নির্মাতা।

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তার বিপরীতে দেখা যায় তৃপ্তি দিমরিকে।

সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়। বিষয়টি নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। এ ঘটনার প্রায় এক বছর পর তৃপ্তি জানান, দর্শক প্রতিক্রিয়া দেখে ভীষণভাবে ভেঙে পড়েছিলে তিনি।

রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, “অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর ২-৩ দিন কেঁদেছিলাম। মানুষ এমন সমালোচনা করবে তা আমি প্রত্যাশা করিনি। মানুষ যে ধরনের মন্তব্য লিখেছিলেন, তা দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাবে সেনাবাহিনী, লিখিত না আসা পর্যন্ত শাটডাউন
  • বরিশালের অনুশীলনে মনোযোগ কাড়ল নবীর ছেলে 
  • চট্টগ্রামে ৮ মামলায় গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে 
  • ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্ট কার্যালয়ের হিসাবরক্ষক আটক
  • মামলা তুলে নিয়ে ‘লাখ’ টাকায় আপোষ তালাকের পরামর্শ ওসির
  • সামনেই বিয়ে? হবু বর নিজের যত্ন নেবেন যেভাবে 
  • জলের নিচে অবিশ্বাস্য দুনিয়া!
  • ভারতে ৬৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
  • বাভুমার নেতৃত্বে দ. আফ্রিকার দল ঘোষণা
  • নগ্ন দৃশ্যে তৃপ্তির অভিনয়, নতুন সিনেমা থেকে বাদ, মুখ খুললেন পরিচালক