“আমরা চাই বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করুক”
Published: 13th, January 2025 GMT
নারায়ণগঞ্জে দুটি রপ্তানিমুখি পোশাক শিল্পের প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ইইউর বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড এডভাইজার আবু সাইদ বেলাল।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা এগারোটার দিকে রাষ্ট্রদুত প্রথমে নারায়ণগঞ্জের মদনপুরে ইপিলিয়ন গ্রুপে যান। সেখানে পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বেলা সাড়ে বারোটায় নীট গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএতে যান। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের সাথে কথা বলেন।
এসময় তার সাথে কথা বলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গার্মেন্ট মালিকরা।
আলোচনায় বিকেএমইএর সভাপতি হাতেম মাইকেল মুলারকে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মান নিয়ে নানরকম ধারণা দেন। বাংলাদেশের তৈরী পোশাক বিশ্বের অন্যান্য দেশের উৎপাদিত পোশাক থেকে মানগত দিক দিয়ে অনেক ভালো।
পোশাক খাতে ব্যবহৃত মেশিন ও ক্যামিকেল সব বিশে^র উন্নত দেশগুলোতে আমদানি করা। যার কারণে পণ্যের গুণগত মান সব সময় বিদেশী ক্রেতার সকল চাহিদা পূরণ করতে পারে।
এছাড়া বাংলাদেশ গার্মেন্ট পণ্য উৎপাদনের জন্য বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি এগিয়ে। দেশের পোশাক শিল্পের এসব দিক রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
পরে রাষ্ট্রদূত মাইকেল মুলার বিকেএমইএর নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, আমি আজকে বাংলাদেশের নীট ওয়ার সেক্টর পরিদর্শন করেছি। বাংলাদেশ বিশ্বের অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। কারখানার মালিক ও কর্মচারিদের সাথে আলাপ করেছি, কিভাবে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ককে এগিয়ে নেয়া যায়।
আমরা চাই বাংলাদেশে ধীরে ধীরে বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করুক।
.উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/অনিক/রাজীব