মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১
Published: 15th, January 2025 GMT
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সালিম হোসেন নামের অপর আরোহী।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সালিম ওই গ্রামে শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে নাঈম হোসেন তার চাচাতো ভাই সালিমকে সঙ্গে নিয়ে মহেশপুর যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম ও সালিম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল মায়ের
শ্রীনগরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
বেড়াতে গিয়ে বিদেশ বিভুঁইয়ে বিয়ে করলেন নায়িকা
প্রেম নিয়ে কখনো টুঁ-শব্দটি করেননি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বিয়ের প্রসঙ্গ সামনে এলে নানাভাবে তা এড়িয়ে গিয়েছেন ৪১ বছর বয়েসি এই অভিনেত্রী। এবার যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে প্রিয় মানুষের গলায় মালা পরালেন এই অভিনেত্রী। তার বরের নাম সুজিত বসু।
ভারতীয় একটি গণমাধ্যমে উচ্ছ্বসিত তনুশ্রী চক্রবর্তী বলেন, “সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো ঘোর কাটেনি। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না! রাতারাতি ও সবটা ব্যবস্থা করে ফেলল।”
আরো পড়ুন:
হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা নেই: ট্রাম্প
সুজিত বসু তনুশ্রীর অনেক দিনের পরিচিত। তবে তাদের ভালোবাসার বয়স মাত্র পাঁচ মাস। পাত্র সুজিত বসু আইটি ইঞ্জিনিয়ার। আটলান্টায় বসবাস করেন। গত ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রেম অল্প দিনের সম্পর্ক গভীর। তনুশ্রীর ভাষায়—“ভালোবাসার বয়স কম হলে কী হবে, আমাদের প্রেম গভীর।”
প্রেম গভীর হওয়ায় এ জুটির সাতপাকে বাঁধা পড়ার ভাবনাচিন্তাও চলছিল। এরই মাঝে তনুশ্রী ঠিক করেন, হবু বরের সঙ্গে আরো একবার বিদেশ ঘুরে দেখবেন। সেই ভাবনা থেকেই মার্কিন মুলুকে পাড়ি জমান তনুশ্রী। তার ভাষায়, “হঠাৎ সুজিত বলল, ‘বিয়েটা সেরে ফেলি?” ফলে তনুশ্রীও ‘হ্যাঁ-না’ বলার আগেই আয়োজন সম্পন্ন করে ফেলেন সুজিত। তনুশ্রী বলেন, “রাতারাতি সব সেরে ফেলল। এমনকি বিয়ের লেহেঙ্গাও চলে এলো। সঙ্গে মানানসই গহনা। পুরোটাই যেন সিনেমার মতো।”
ভিডিও কলে পরিবারের সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেন তনুশ্রী-সুজিত। আর এ দৃশ্য দেখে কেঁদে ফেলেন তনুশ্রীর মা। তবে কলকাতায় আরেক দফা বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এ বিষয়ে তনুশ্রী বলেন, “কলকাতাতেও আরো একপ্রস্ত বিয়ে হবে হিন্দু রীতিনীতি মেনে। আপাতত সে রকম ইচ্ছে আছে।”
ফ্লোরিডায় তারা আরো কয়েক দিন কাটাবেন। তারপর ঠিক করবেন, ভারতে কবে ফিরবেন। যদিও ফেরার টিকিট কাটা আছে তার। বিনোদন দুনিয়াকে বিদায় জানাবেন কি না? এমন প্রশ্ন রাখা হলে তনুশ্রী বলেন, “একেবারে তা না। কাজ বন্ধ করব না। সুজিত আমার সঙ্গে কলকাতায় ফিরে আসতে পারে।” যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেবেন কি না জানতে চাইলে তনুশ্রী বলেন, “এটা বিবেচনাধীন, যেখানেই থাকব আমরা একসঙ্গে থাকব।”
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত