ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতীয় তাঁরকাটা অতিক্রমের সময় তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরা সীমান্তে গুলির আওয়াজ 

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‍“শূন্য রেখা অতিক্রম করার পর ইন্ডিয়া (ভারত) তাঁরকাটা অতিক্রম করার সময় এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। আমরা ওই ব্যক্তিকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবর্তী এলাকার এক ব্যক্তি বলেন, “ওই ব্যক্তিকে ৮টার দিকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়। বিজিবি জানতে পেরে তাকে উদ্ধারে তৎপর হয়।”

বিজিবি সদস্যরা জানান, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটককৃত নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আশ্বস্ত করেন, তারা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আটককৃত ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ আটক ব এসএফ

এছাড়াও পড়ুন:

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক

গাজীপুর পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা নাশতার সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এসময়ে তাদের হেফাজত থেকে একটি পেট্রোল বোমা তৈরির মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে (১২ নভেম্বর) সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বানিয়ারচালা গ্রামের বাবুল হোসেনের ছেলে আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মোতালেব শেখের ছেলে রাসেল আহম্মেদ (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। এসময়ে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাষ্টিকের সাদা চিকন পাইপ উদ্ধার করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।”

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

সম্পর্কিত নিবন্ধ

  • মেহেরপুর সীমান্তে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২
  • মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
  • গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক
  • বন্দরে নাশকতাকারি সন্দেহে ৩ যুবককে আটক