বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২
Published: 15th, January 2025 GMT
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে বন্দরে বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার হাজীপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শুভ (৩০) ও বন্দর তিনগাও এলাকার জজ মিয়ার ছেলে নন জিআর মামলার আসামী রোমান (৩০)।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ
নারায়ণগঞ্জের অন্যতম শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এগারো সদস্যের ওই এডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শিক্ষক এস এম হাবিবুর রহমানকে আহবায়ক ও এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব পদে সাব্বির আল ফাহাদের নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- এড. কাজী রুবাইয়াত হাসান সায়েম, রাজীব হোসেন রাজু, এমএন সাঈদ বিপুল, পারভেজ আসিফ উৎস, তারেক উল্লাহ সজল, শিক্ষক প্রতিনিধি এম এ করিম ও শিক্ষক প্রতিনিধি আবুল কালাম।
সাবেক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটি আলোচনা সাপেক্ষে কমিটি গঠনে সম্মতি দিয়েছেন।
কমিটির আহবায়ক এসএম হাবিবুর রহমান জানান, স্কুলের সাবেক শিক্ষার্থীদের এ বৃহৎ প্লাটফর্মে সবাইকে স্বাগত। শতবর্ষে এ স্কুল থেকে হাজার হাজার ছাত্র শিক্ষাগ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন আমাদের উচিত স্কুলের জন্য কিছু করা।
তিনি আরও জানান, আগামী দিনে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাইন এসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে শক্তিশালী ভীত রচনা করবে। যা শিক্ষার মান উন্নয়ন ও ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করবে।
সদস্য সচিব এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজন বলেন, এসোসিয়েশনে সদস্য হিসেবে সাবেক শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আহবান জানাচ্ছি। এজন্য ০১৮১৯৮৯৭২১২ ও ০১৮১৮০৭৬৩২০ অথবা ০১৭১২৫৮২৬৩৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।