ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতীয়  কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। 

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যকার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেরত আসা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা।

আরো পড়ুন:

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরো পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমেদ জানান, বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতায় আটক বাংলাদেশিকে আমরা উদ্ধারে সক্ষম হয়েছি। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিজিবির তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে শেখ আলিমুর রহমানকে আটক করে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ, বিজিবির প্রতিবাদ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ সদর থানার সীমান্ত গ্রাম ভেল্কু লতামারী এলাকার শূন্যরেখায় বিএসএফের সদস্যরা আজ ভোর ৫টা ২০ মিনিটে তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ঘটনার পরপরই বিজিবির বুড়িমারী কোম্পানি ও শ্রীরামপুর বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। পরে পতাকা বৈঠক আহ্বান করে আনুষ্ঠানিকভাবে ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে বিএসএফকে এমন পদক্ষেপ নেওয়ার আগে সমন্বয় ও যোগাযোগ জোরদার করতে বলেছে বিজিবি। অন্যদিকে বিএসএফ জানায়, ওই সীমান্ত দিয়ে সাত থেকে আটজনের একটি গরু চোরাকারবারি দল ভারতে প্রবেশ করে। তাঁদের ধাওয়া দিতে বিএসএফ বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম সাংবাদিকদের বলেন, ‘বিএসএফ সীমান্তে চোরাচালানের তৎপরতা দেখলে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কোনো অবস্থায় সীমান্তে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।’

সম্পর্কিত নিবন্ধ

  • পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ, বিজিবির প্রতিবাদ