অস্ট্রেলিয়ান ব্যাটার ও পাকিস্তানি অলরাউন্ডার আনছে খুলনা
Published: 19th, January 2025 GMT
নতুন দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বিপিএলের দল খুলনা টাইগার্স। তাদের একজন অস্ট্রেলিয়ান ব্যাটার ও একজন পাকিস্তানের পেস অলরাউন্ডার।
খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, খুলনা টাইগার্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রসের। এছাড়া পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল চুক্তি করেছে খুলনার সঙ্গে।
তবে তারা কবে নাগাদ খুলনার ক্যাম্পে যোগ দেবেন তা জানা যায়নি। বর্তমানে বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকায় শেষ পর্ব। শেষ চারে যাওয়ার লড়াইয়ে থাকা খুলনা ঢাকা পর্বের জন্য তাদের সঙ্গে চুক্তি করে থাকতে পারে।
অস্ট্রেলিয়ার ৩২ বছর বয়সী অ্যালেক্স রস ১৩৬টি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন। প্রায় ২৯ গড়ে ও ১২৯ স্ট্রাইক রেটে রান করেছেন এই ব্যাটার। পূর্বে দুর্দান্ত ঢাকায় খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া সিপিএল ও বিগব্যাশে খেলেছেন তিনি।
আমের জামাল পাকিস্তানের পেস অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় শুরুতে বিপিএলে ছিলেন না তিনি। তবে শেষ ধাপে যোগ দিচ্ছেন বাংলাদেশের এই লিগে। মূলত পেস বোলার হলেও আমের ব্যাটিংটা পারেন শুরু থেকে। ২৮ বছর বয়সী এই পাকিস্তানি দেশের জার্সিতে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬টি টি-২০ খেলেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
তুরস্কে ভূমিকম্পে একজন নিহত, ধসে পড়েছে ১৬টি ভবন
তুরস্কের উত্তর-পশ্চিমের বালিকেশির প্রদেশে গতকাল রোববার সন্ধ্যায় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর জানা গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দেশটির সিনদিরগি শহরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই শহরে ৮১ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন। তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভূমিকম্পে ওই অঞ্চলে ১৬টি ভবন ধসে পড়েছে। আহত হয়েছেন ২৯ জন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ভুক্তভোগীদের দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করেছেন। সেই সঙ্গে উদ্ধার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এক্স পোস্টে এরদোয়ান লেখেন, ‘খোদা, আমাদের দেশকে যেকোনো ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। একই ভূমিকম্পে সিরিয়ায় প্রাণ যায় আরও ৫ হাজার মানুষের। ওই দুর্যোগের দুই বছর পরও হাজারো মানুষ এখনো বাস্তুচ্যুত রয়েছেন।