বিএনপি নেতার বাড়িতে মিলল মাদক ও টাকা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার
Published: 19th, January 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে যৌথবাহিনী। এসময় ওই নেতার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় লিয়াকতের বাড়ি থেকে মাদক ও টাকা জব্দ হ্য় বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
পুলিশ জানায়, আজ ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান চলাকালে বাড়িটি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) গ্রেপ্তার করা হয়। লিয়াকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।
আরো পড়ুন:
দুই তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি কারাগারে
কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার (লিয়াকত) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, “সেনাবাহিনী ও পুলিশ লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ল য় কত র দ লতপ র ব এনপ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।