কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে যৌথবাহিনী। এসময় ওই নেতার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় লিয়াকতের বাড়ি থেকে মাদক ও টাকা জব্দ হ্য় বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। 

পুলিশ জানায়, আজ ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান চলাকালে বাড়িটি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) গ্রেপ্তার করা হয়। লিয়াকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।  

আরো পড়ুন:

দুই তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি কারাগারে

কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার (লিয়াকত) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, “সেনাবাহিনী ও পুলিশ লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ল য় কত র দ লতপ র ব এনপ

এছাড়াও পড়ুন:

নবাগত সদর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা ও থানা পর্যায়ের পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা মাদক, জলাবদ্ধতা, সন্ত্রাস নির্মালসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, সাংবাদিক সমাজের আয়না। তারা সমাজের সকল তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই সংবাদের ভিওিত্বে দেশ পরিচালিত হয়ে থাকে।

তিনি বলেন প্রশাসন এবং মিডিয়া একে অপরের পরিপূরক আপনারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন আমরা সকল সমস্যা সমাধান করে একটি মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবো।

এসময় বক্তব্য রাখেন, যায়যায়দিন পএিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, নয়াদিগন্ত পএিকার ফতুল্লা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক সংবাদ চর্চার নির্বাহী সম্পাদক আব্দুর রহিম, আমার দেশ ফতুল্লা প্রতিনিধি কবিরুল ইসলাম, জাগো নারায়ণগঞ্জ সম্পাদক সহিদুল্লাহ রাসেল, সাংবাদিক সেলিম মুন্সি, ডান্ডিবার্তার সাংবাদিক মাসুদ আলী প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ
  • নবাগত সদর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়